আলো আসবেই, লিখলেন ‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী

আলো আসবেই, লিখলেন ‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী বিশ্বাস করতে চাই আলো আসবেই, লিখলেন ‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী

সাবেক তথ্যপ্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদের নেতৃত্বে ‘আলো আসবেই’ নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট দিন কয়েক আগে সোশ্যালে ভাইরাল হয়। সেখানে দেখা যায়, অভিনেত্রী অরুণা বিশ্বাস, সোহানা সাবাকে যাদের অবস্থান ছিল ছাত্রদের আন্দোলনের বিপক্ষে!

তারা মত দেন যেভাবেই হোক আন্দোলন থামাতে হবে। আরেকজন শিল্পী পরামর্শ দেন ছাত্রদের ওপর গরম পানি ঢেলে দেওয়ার জন্য। গ্রুপটির সদস্য সংখ্যা ১৬০ জন। অভিনেত্রী সোহানা সাবাও আছেন এ তালিকায়। ফলে হয়েছেন বিতর্কিত। এ অভিনেত্রী বিশ্বাস করতে চান অবশ্যই আলো আসবে। সামাজিক আমধ্যমে কবিতার ভাষায় লিখেছেন তিনি।

এদিকে বৃহস্পতিবার নিজের ফেসবুকে সাবা লিখেছেন, ‘ভেবেছিলাম সামনে অন্ধকার ঘন, দেখেছিলাম অশনি সংকেত ও রণ। সমুদয় পাল্টানো এই উপত্যকায়, নিজেকে ভুল প্রমাণ করে তবুও বিশ্বাস করতে চাই আলো আসবেই।’

অভিনেত্রীর এই পোস্ট ঘিরে নেটিজেনদের বেশির ভাগই হাসির প্রতিক্রিয়া জানিয়েছেন। আর তার পোস্টটি শেয়ার করে মন্তব্য করেছেন অনেকেই। একজন লিখেছেন, ‘এখন বিটিভিতে শুধু আলো আর আলো।’

এ আরাফাত ও ফেরদৌসের ওই গ্রুপে সাবা ছাড়াও ছিলেন অভিনেত্রী শামীমা তুষ্টি, চিত্রনায়ক রিয়াজ, সাজু খাদেম প্রমুখ।