ব্যবসায়ী হওয়ার স্বপ্ন নীহার
অভিনেত্রী নাজনীন নীহা টিভি নাটকে পা রেখেছেন মাত্র ১ বছর পেরিয়েছে। এর মধ্যেই সাড়া জাগানো বেশ কিছু নাটক উপহার দিয়ে দর্শক মনে জায়গা করে নিয়েছেন তিনি। অল্প সময়েই দর্শকদের এত ভালোবাসা পাওয়ায় নিজেকে সৌভাগ্যবান মনে করেন নীহা। চান, নাটকে নিজের জায়গাটা আরও পোক্ত করতে।
তবে নাটকের নাজনীন নীহা হয়ে উঠলেও ছোটবেলার একটা স্বপ্ন এখনও বুকে লালন করেন তিনি। স্বপ্নটা হলো ব্যবসায়ী হওয়া। দ্য মিরর এশিয়ার সঙ্গে একান্ত আলাপে নীহা বলেছেন সেই স্বপ্ন নিয়ে।
টিভি নাটকের জগতে নিজের স্বপ্নের কথা জানতে চাইলে নীহা বলেন, ‘আমার যখন শুরু, তখন আসলে আমি কিছুই জানতাম না। কিন্তু কেন জানি আমার প্রতি ডিরেক্টর, কো-আর্টিস্টদের বিশ্বাস ছিল। আমার ভয় ছিল যে আমি পরব না। তবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যে দর্শক আমাকে পছন্দ করেছে। আমি বলব, আমি লাকি।’
নীহা যোগ করেন, ‘এখন চাই, এই জিনিসটা ধরে রাখতে। দর্শকদের আরও বেশি ভালোবাসা পেতে চাই, সামনে আরও ভালো কাজ করতে চাই। যা যা ত্রুটি আছে আমার, সেটা ঠিক করে নিতে চাই।’
নীহা নাটকে এসেছিলেন মূলত শখ থেকে। আলাপে আলাপে জানান ছোটবেলায় ব্যবসায়ী হওয়ার স্বপ্ন ছিল তার। সবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নীহা ধীরে ধীরে নাটকের উজ্জ্বল মুখ হয়ে উঠলেও ওই স্বপ্নটা তার মরে যায়নি।
ভবিষ্যতে নিজেকে ব্যবসায়ী হিসেবেও প্রতিষ্ঠিত করার স্বপ্নের কথা জানিয়ে নীহা বলেন, ‘অবশ্যই আমি নাটকে একটা ভালো পর্যায়ে যেতে চাই। তবে ভবিষ্যতে কাজের পাশাপাশি ব্যবসা করতে চাই। তবে সেটা এখন না পরে। আগে বুঝে উঠি সব।’