সাত বছর আগের গান, চড়াই উতরাই পেরিয়ে প্রকাশ্যে

সাত বছর আগের গান, চড়াই উতরাই পেরিয়ে প্রকাশ্যে

নতুন গান নিয়ে এসেছে এ প্রজন্মের ব্যান্ড ‘ফানুশ’। সম্প্রতি ব্যান্ডটির ইউটিউব চ্যানেলে ‘অনুভূতি’ শিরোনামের গানটি মিউজিক ভিডিওসহ উন্মুক্ত করা হয়েছে। প্রকাশের পর থেকে ব্যান্ডপ্রেমী শ্রোতাদের সাড়াও পাচ্ছে বেশ। 

‘ফানুশ’ -এর ভোকাল জিসান খান শুভ জানান, গানটির কথা ও সুর তাঁর নিজের। সংগীতায়োজন করেছেন ব্যান্ডের সবাই মিলে। মিক্সড-মাস্টার করেছেন সাকিন ইকতেদার। ভিডিওতে জিসানের সঙ্গে মডেল হয়েছেন আফরিন তন্বী। এটি তাঁদের প্রথম স্টুডিও অ্যালবাম 'উন্মাদ'-এর দ্বিতীয় গান। 

শুভ বলেন, ‘এটি প্রায় সাত বছর আগে লেখা। মাস তিনেক আগে গানটির রেকর্ডিং হয়। নানা চড়াই-উতরাই পেরিয়ে অবশেষে গানটি প্রকাশ করলাম। রেসপন্স খুবই ভালো। এরই মধ্যে আমরা অ্যালবামের তৃতীয় গানের রেকর্ডিং শুরু করেছি। শ্রোতাদের জন্য আরো ভালো কিছু আসতে চলছে।’

‘ফানুশ’-এর লাইনআপে রয়েছেন জিসান খান শুভ (ভোকাল), মাহাদী হাসান সাব্বির (গিটার), রোহিত জাহান নিলয় (গিটার), প্রিন্স ডি'কস্তা (বেজ গিটার), নাফিজ আবরার জ্যাকি (ড্রামস)।