‘রঙিলা কিতাব’ যে কারণে পরীমণির কাছে স্পেশাল

‘রঙিলা কিতাব’ যে কারণে পরীমণির কাছে স্পেশাল

সময়টা পরীমণির। দিন কয়েক আগে কলকাতার পূজা মন্ডপ ছেয়ে যায় তার সিনেমার পোস্টারে। সেই রেশ থাকতেই এলো ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’ মুক্তির খবর। এরইমধ্যে প্রকাশ পেয়েছে পোস্টার ও লুক। আগামী ৮ অক্টোবর মুক্তি পাচ্ছে অনম বিশ্বাস পরিচালিত সিরিজটি। 

‘রঙিলা কিতাব’ নিয়ে শুরু থেকেই উচ্ছ্বসিত পরী। সিরিজটি যেকারণে বিশেষ তার ব্যাখ্যা দিয়ে বলেন, ‘স্ক্রিপ্ট পড়ার পর থেকেই কাজটি নিয়ে বেশ এক্সাইটেড ছিলাম। প্রতিটি প্রথম অনুভূতি, প্রথম স্মৃতি সবার জন্যে সবসময় স্পেশাল। সেরকমই আমার প্রথম ওয়েব সিরিজে কাজ করার অভিজ্ঞতাও ছিল অসাধারণ।’

তিনি আরও বলেন, ‘শুটের প্রথম দিন থেকেই মনে হচ্ছিল, আমার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। সহশিল্পী ও টিমের সব সদস্যের সাথে কাজ করে এত ভালো লেগেছে যে, বলে বোঝাতে পারব না। সবাই খুব হেল্পফুল ছিল। এখন দর্শকদের প্রতিক্রিয়া পাওয়ার অপেক্ষায় আছি।’

ক্যারিয়ারের প্রথম সিরিজে পরীমণির সঙ্গী হয়েছেন মোস্তাফিজ ইমরান নূর। থ্রীলাক্র ঘরনার গল্পে নির্মিত এ সিরিজে একজন অন্তঃসত্ত্বা নারীর ভূমিকায় দেখা যাবে পরীমণিকে।