জনপ্রিয় অভিনেত্রী শামনাথ মাদকসহ গ্রেফতার

জনপ্রিয় অভিনেত্রী শামনাথ মাদকসহ গ্রেফতার

ভারতের মালায়ালাম ইন্ডাস্ট্রির টেলিভিশন ধারাবাহিকের পরিচিত অভিনেত্রী শামনাথকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১৮ অক্টোবর রাতে গোপন তথ্যের ভিত্তিতে কেরালার ওঝিভুপাড়ার বাসায় অভিযান চালিয়ে মাদকসহ তাকে গ্রেফতার করা হয়।

৩৪ বছর বয়সী এ অভিনেত্রীর বিরুদ্ধে আগে থেকেই মাদক রাখার একাধিক অভিযোগ ছিল। তার বাসায় মাদক রাখার খবর গোপন মাধ্যমে জানতে পারে পুলিশ। পরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় দুই মিলিগ্রাম মিথিলেনডিওক্সিফেনিথিলামাইন (এমডিএমএ) জব্দ করে পুলিশ।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, অভিনেত্রী শামনাথ অনেকদিন ধরেই নিষিদ্ধ মাদক সেবন করে আসছিলেন। তাকে আটকের পর মাদক সরবরাহ কাজে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত করা হচ্ছে। এ অভিনেত্রীর বিরুদ্ধে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্টেন্স ধারায় মামলা হয়েছে।

ভারতীয় ইন্ডাস্ট্রিতে মাদকসহ তারকাদের গ্রেফতারের খবর এটিই প্রথম নয়। এর আগে, ২০২২ সালে বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে মাদক মামলায় গ্রেফতার করা হয়েছিল। পরে দীর্ঘ আইনি প্রক্রিয়ায় তাকে ক্লিন চিট দেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো। ঐ সময় মুম্বাইয়ের আর্থার রোড কারাগারে ২২ দিন ছিলেন আরিয়ান।

আবার ২০২০ সালে ১৪ জুন বলিউডের উজ্জ্বল নক্ষত্র সুশান্ত সিং রাজপুতের মরদেহ উদ্ধারের ঘটনায় মাদক মামলায় অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে অভিযুক্ত করেছিল এনসিবি। অভিনেতাকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ করা হয়েছিল রিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় হোয়াটসঅ্যাপ চ্যাটের ওপর ভিত্তি করে মাদক সংগ্রহ সংক্রান্ত ব্যাপারে তদন্ত হয়েছিল।

এছাড়া অবৈধ মাদক পাচারে অর্থায়ন ও আশ্রয় দেওয়ার অপরাধে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস (এনডিপিএস) আইনের ২৭-এ-এর ধারায় অভিযুক্ত করা হয়েছিল অভিনেত্রী রিয়াকে।