পারিশ্রমিক বকেয়া থাকলে সার্টিফিকেট পাবে না সিনেমা

পারিশ্রমিক বকেয়া থাকলে সার্টিফিকেট পাবে না সিনেমা

সিনেমা নির্মাণের সঙ্গে জড়িত কোনো পক্ষের পারিশ্রমিক বকেয়া থাকলে ওই সিনেমাকে মুক্তির সার্টিফিকেট দেওয়া হবে না। সংস্কারের মাধ্যমে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন ২০২৩-এ সে রকম কিছু ধারা যুক্ত করার পরামর্শ প্রস্তুত করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড।

গতকাল (১৩ নভেম্বর) বুধবার সকালে চলচ্চিত্রের অংশীজনদের নিয়ে তথ্য ভবনে এক কর্মশালায় নতুন সেই প্রস্তাবগুলো তুলে ধরেন চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের অন্যতম সদস্য অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। বোর্ডের পক্ষে সেখানে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মো. আবদুল জলিল ও উপ-পরিচালক মো. মঈনউদ্দীন।

একটি সিনেমা নির্মাণের সঙ্গে জড়িত থাকে অনেকগুলো পক্ষ। তাদের মধ্যে পরিচালক, অভিনয়শিল্পী, চিত্রগ্রাহক, মেকআপশিল্পী, লাইটম্যান, প্রোডাকশন বয় থেকে শুরু করে প্রযোজনা সংশ্লিষ্ট কেউ যদি তাদের পারিশ্রমিক বকেয়া নিয়ে আপত্তি তোলেন, তাহলে ওই সিনেমাকে সার্টিফিকেট দেবে না বোর্ড। এ রকম একটি ধারা সার্টিফিকেশন আইনে যুক্ত করার পরামর্শ দিয়েছেন বলে জানান নওশাবা।

তিনি বলেন, ‘আইনটিকে সংস্কারের মাধ্যমে আমরা তিনটি গুরুত্বপূর্ণ বিষয় যুক্ত করতে চাই। প্রথমত কাস্ট অ্যান্ড ক্রুর পারিশ্রমিক, দ্বিতীয়ত প্রাণীকল্যাণ ও তৃতীয়ত তামাক ও প্লাস্টিক ব্যবহারে সচেতনতা। এগুলো নিয়ে আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সঙ্গে কথা বলব, তারপর সেটাকে আইনে যুক্ত করার অনুরোধ করব।’

সার্টিফিকেশন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণে শুদ্ধাচার অনুশীলন বিষয়ক ওই কর্মশালায় অংশীজনদের মধ্যে উপস্থিত ছিলেন এফডিসি, রেইনবো ফিল্ম সোসাইটি, তামাক বিষয়ে সচেতনা সৃষ্টিতে কাজ করা সংস্থা, ফিল্ম আর্কাইভ, পিআইবির প্রতিনিধিরা।