আর কতদিন অভিনয় করবেন জানালেন আমির

আর কতদিন অভিনয় করবেন জানালেন আমির

আমির খান বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। সেই ১৮ বছর বয়স থেকে শুরু করে এখন পর্যন্ত, পুরো মনোযোগ সিনেমার পেছনেই দিয়েছেন। এবার বুঝি অভিনয়কে বিদায় জানানোর সময় এলো। 

সম্প্রতি অভিনয় ছাড়ার  সিদ্ধান্ত নিয়েছিলেন আমির। 'লাল সিং চাড্ডা' র বক্স অফিসে ভরাডুবির পর অভিনয় ছাড়তে চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন আর দশটা সাধারণ মানুষের মতোই পরিবারের সঙ্গে বাকি জীবনটা কাটিয়ে দিতে। 

আমির বলেন, 'কোভিডের সময় অনুভব করি, আমার জীবনের অধিকাংশ সময়, সেই ১৮ বছর বয়স থেকে শুরু করে এখন পর্যন্ত, পুরো মনোযোগ সিনেমার পেছনেই দিয়েছি। একসময় মনে হলো আমার সন্তান, ভাইবোন এবং পরিবারকে যথেষ্ট সময় দিতে পারিনি। কিরণ বা রীনার সঙ্গেও যখন সংসার করেছি, তাদেরও যথেষ্ট সময় দিইনি।'

তবে এক সাক্ষাৎকারে অভিনেতা পরিষ্কার জানিয়ে দেন, ৭০ বছর বয়সে অবসরে যেতে চান তিনি! আরও ১০ বছর দর্শকদের কাজ উপহার দিতে চান তিনি। 

আমির জানান, অবসর নিতে চেয়েছিলেন কারন তিনি সকালে উঠে যোগব্যায়াম করবেন, পরিবারের সঙ্গে সময় কাটবেন—সব মিলিয়ে পরিকল্পনা মন্দ লাগছিল না। কিন্তু যখন মন বদলান, তখন নতুনভাবে শুরু করতে চান। 

আমির বলেন, 'আমার হাতে এখন একসঙ্গে ছয় ছবির কাজ, ক্যারিয়ারে এই প্রথম এতোগুলো ছবি হাতে  নিয়েছি।' 

আমির বিরতি নিয়ে সিনেমা করেন। একসঙ্গে একটির বেশি সিনেমা করেন না। সেই আমির একসঙ্গে ছয়টি ছবির কাজ করছেন।

সাক্ষাৎকারে এই সিদ্ধান্তের পেছনে কারণ বললেন, 'আমি সম্ভবত ক্যারিয়ারের শেষ ১০ বছর রয়েছি । এ জন্য ভাবলাম, শেষ ১০ বছর সবচেয়ে বেশি কাজ করা যাক। আপনি জীবনকে বিশ্বাস করতে পারবেন না, আমরা আগামীকাল বেঁচে থাকবো কিনা জানি না। এখন আমার বয়স এখন ৫৯, আশা করি ৭০ পর্যন্ত কাজ করার মতো সুস্থ থাকব।' সেই সময় কিরণ ক্লিন্ট ইস্টউডের উদাহরণ দেন, সেই উত্তরে বলেন, 'তিনি বিরল প্রতিভা।'

আমির জানান, ক্যারিয়ারের এই শেষ ১০ বছরে তিনি যতটা সম্ভব নতুন প্রতিভা তুলে আনতে চান। তার ভাষ্য, ‘আমার কাছে যাদের প্রতিভাবান মনে হবে, তাদের সমর্থন দেব। সেটা লেখক, নির্মাতা, গায়ক বা অভিনয়শিল্পী হতে পারে।'

সম্প্রতি প্রাক্তন স্ত্রী কিরণ রাওসহ এক সাক্ষাৎকারে আমির বলেন, 'লাল সিং চাড্ডায় অভিনয় করার আগেই অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।' 

কিরণ আমিরের এই সিদ্ধান্ত শুনে তখন বলেছিলেন, 'তুমি আমাদের ছেড়ে চলে যেতে চাইছ! তুমি বুঝতে পারছ না। তুমি তৈরিই হয়েছ এই জগতে থাকার জন্য। তুমি ছবির কাজ ছেড়ে দিচ্ছ মানে জীবন থেকে মুক্তি নিয়ে নিচ্ছ। তোমার দুনিয়ার অংশ তো আমরাও। অর্থাৎ, তুমি আমাদেরও ছেড়ে চলে যাচ্ছ।' 

ছেলে বলল, 'বাবা, তুমি এটা কীভাবে করতে পার? গত ৩০ বছর ধরে তুমি পাগলের মতো এই জগতের সঙ্গে জড়িয়ে রয়েছো। তুমি নিশ্চয়ই আবেগপ্রবণ হয়ে পড়েছো বলে বলছ। তুমি বাস্তবে এটা করতেই পারবে না।' 

আমিরের মেয়ে মজা করে বলেন অভিনয় ছাড়লে 'তুমি সারাক্ষণ বাড়িতে থাকবে,তখন আমরা বাড়িতে থাকতে পারবো না।'

আমির একই সাক্ষাৎকারে 'সিতারে জমিন পার' নিয়ে জানান যে তার মতে, এটি 'তারে জমিন পার'-এর চেয়ে ভালো।