সড়ক দুর্ঘটনায় আহত চিত্রনায়ক রুবেল
মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেলসহ আটজন।
শনিবার (১৬ নভেম্বর) সকালে মাদারীপুরের সমাদ্দার এলাকায় দুর্ঘটনায় আহত হন তারা।
চিত্রনায়ক রুবেলকে মাদারীপুরের ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনায় তার শরীরের কিছু অংশ কেটে গেলেও অবস্থা গুরুতর নয় বলে জানা গেছে।
মাদারীপুর সদর থানার ডিউটি অফিসার শহিদুল ইসলাম বলেন, সমাদ্দার এলাকায় একটি দুর্ঘটনা ঘটেছে বলে আমরা ৯৯৯-এ আসা কলের মাধ্যমে জানতে পারি। তবে দুর্ঘটনায় চিত্রনায়ক রুবেল আহত হয়েছেন কিনা তা বলতে পারছি না।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, সমাদ্দার এলাকায় দুর্ঘটনায় নায়ক রুবেল আহত হয়েছেন। তবে তার অবস্থা গুরুতর নয়। দুর্ঘটনার পর জেলা সদর হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর তিনি চলে গেছেন।
বড় ভাই সোহেল রানার হাত ধরে চলচ্চিত্রে এসেছিলেন রুবেল। ১৯৮৬ সালে পরিচালক শহীদুল ইসলাম খোকনের ‘লড়াকু’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় তার। প্রথম সিনেমা ব্যবসায়িকভাবে সফল হয়। এরপর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক ছবিতে অভিনয় করে গেছেন। ‘মায়ের জন্য যুদ্ধ’, ‘বিচ্ছু বাহিনী’, ‘মুখোশ’সহ আড়াই শতাধিক ছবিতে অভিনয় করেছেন রুবেল।