শাহ আব্দুল করিমের গান নিয়ে কনা ও ইমরান
একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি বাউল সম্রাট শাহ আব্দুল করিম। ২০০৯ সালের ১২ সেপ্টেম্বর মারা যান তিনি। তাঁর গানে সাম্যবাদী ধারার সুর ফুটে উঠেছে। তাঁর গানে নির্যাতিত মানুষের শোকগাথা, শোষণ-বঞ্চনা-অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ, শাসিত ও শোষক গোষ্ঠীর কথাই বেশি রয়েছে। গুণী এই মানুষটির গান কণ্ঠে তুলেছেন নন্দিত কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনা। ইমরান গেয়েছেন শাহ আবদুল করিমের ‘আমারে বন্ধু তুমি মনে রাখিও’ গানটি।
এ প্রসঙ্গে ইমরান বলেন, ‘বাউল সম্রাট শাহ আবদুল করিমের অনেক গানই আছে, যা শ্রোতাদের মুখে ফেরে। ‘আমারে বন্ধু তুমি মনে রাখিও’ গানটি তেমনই। শ্রোতাদের কথা মাথায় রেখেই গানটি করার চেষ্টা করেছি। আশা করছি, শ্রেতাদের ভালো লাগবে গানটি। সম্প্রতি স্বাধীন মিউজিক অ্যাপে এটি প্রকাশ হয়েছে। গানটি নিয়ে বেশ সাড়া পাচ্ছেন বলেও জানিয়েছেন ইমরান।
প্লেব্যাক থেকে শুরু করে নিজের মৌলিক গান– সব কিছুতে সরব উপস্থিতি কনার। তবে মঞ্চে বহুবার শাহ আব্দুল করিমের গান করেছেন কনা। প্রথমবার বাউল সম্রাটের গান আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতে যাচ্ছেন জনপ্রিয় এই কণ্ঠশিল্পী। ‘সখী তোরা প্রেম করিও না’ শিরোনামের গানটির রেকর্ডিং হয়েছে এরই মধ্যে। বেশ যত্ন নিয়ে গানটি করেছি। বাকি গানচিত্রের শুটিং। এখন চলছে তারই প্রস্তুতি। জানা গেছে, খুব দ্রুতই এটি করা হবে। কনা জানান, জুয়েল মোর্শেদের তত্ত্বাবধানে গানটি প্রকাশ পাবে স্বাধীন মিউজিকের ব্যানারে।
তিনি বলেন, ‘শাহ আব্দুল করিমের প্রতিটি গানই মানুষের মুখে মুখে। তাঁর গানের ভীষণ ভক্ত আমিও। এবারই প্রথম বাউল সম্রাটের গান নিজের কণ্ঠে প্রকাশ করতে যাচ্ছি। শ্রোতাদের পছন্দ হবে। ইমরান ও কনা দুইজনের ব্যস্ততা রয়েছে একক গান প্রকাশ নিয়ে। প্লেব্যাকও করছেন সমানতালে।