সাংবাদিকের মেসেজে খারাপ লেগেছে ফারিয়ার, মধ্যরাতে ‘স্ক্রিনশট’ ফাঁস

সাংবাদিকের মেসেজে খারাপ লেগেছে ফারিয়ার, মধ্যরাতে ‘স্ক্রিনশট’ ফাঁস

২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার মধ্য দিয় শোবিজে পা রাখেন অভিনেত্রী ফারিয়া শাহরিন। কাজ করেছেন বেশ কিছু নাটক ও বিজ্ঞাপনে। তবে ব্যাচেলর পয়েন্টের সুবাদে ‘অন্তরা’ নামে দর্শকমহলে বেশ প্রশংসিত তিনি। বেশ কয়েক বছর হলো বিয়ে করেছেন, কন্যাসন্তানের মা-ও হয়েছেন। ফলে এখন অভিনয়ে নেই তিনি।

পর্দার পছন্দের অভিনেত্রীকে না দেখতে পেয়ে দর্শক তাকে খোঁজেন। তাদের অন্তরা কবে আবার অভিনয়ে আসবেন- সে প্রশ্ন রাখেন অভিনেত্রীর সামাজিক যোগাযোগমাধ্যমে। অভিনেত্রী তাই জানিয়ে দিলেন অভিনয়ে ফেরা-না ফেরার বিষয়ে। জানালেন, আপাতত নাটকে কাজ করছেন না তিনি।

মাত্র একদিন আগেই ফারিয়া এক ফেসবুক স্ট্যাটাসে জানান, আপাতত কোনো নাটকে কাজ করছেন না তিনি। তবে ভালো বিজ্ঞাপনচিত্র পেলে কাজ করবেন।

ফারিয়া জানান, যারা মাঝখানে আমাকে ফোন করেছিলেন, মেসেজ করেছিলেন কাজের জন্য, সরি আমি কারো ফোন ধরতে পারিনি, মেসেজের রিপ্লাইও করতে পারিনি। ঐ ফোনটাই আমি অনেক দিন ইউজ করিনি। তাই সবার রিপ্লাই একসঙ্গে দিচ্ছি, আপাতত নাটকে কাজ করছি না। কবে করবো এটাও জানি না। কিন্তু ভালো টিভিসি হলে করবো, ধন্যবাদ।

অভিনেত্রীর নাটক থেকে বিরতি নেয়ার ঘোষণায় হতাশ হয়েছেন তার ভক্তরা। এরই মধ্যে এক সাংবাদিক ফারিয়াকে মেসেজে জানান, তার নাটক ছেড়ে দেওয়ার খবরে কষ্ট পাচ্ছেন। সেই সাংবাদিকের মেসেজের ‘স্ক্রিনশট’ ফাঁস করে সোমবার রাতে আবারও স্ট্যাটাস দেন ফারিয়া শাহরিন। যেখানে তিনি জানান, নাটক থেকে আপাতত বিরতি নিচ্ছেন। পুরোপুরি ছেড়ে দিচ্ছেন না।

অভিনেত্রী লেখেন, রাত আড়াইটায় আমি এই স্ট্যাটাস দিতে বাধ্য হলাম। এক সাংবাদিক ভাইয়ের মেসেজ দেখে খারাপ লাগলো। সে বললো, আমি নাটক ছেড়ে দিচ্ছি, সেই খবরটি প্রকাশ করতে তার খুব কষ্ট হচ্ছে। চিল ব্রো। আমি বলছি, আপাতত করছি না। কবে করবো জানি না। তার মানে হলো একটু বিরতিতে আছি। তার মানে এই নয়, আমি নাটক ছেড়ে দিচ্ছি একেবারে।

এরপর সাংবাদিকদের উদ্দেশে ফারিয়া শাহরিন বলেন, যেসব সাংবাদিক ভাইয়া নিউজ করছেন আমি নাটক ছেড়ে দিছি, তারা দয়া করে আমার স্ট্যাটাস ভালো করে পড়বেন। ভুল নিউজ ছড়াবেন না, আমার অনুরোধ।