বেডরুমে ঢুকে যায় পুলিশ, পোশাক বদলানোর সময় দেয়নি আল্লু অর্জুনকে

বেডরুমে ঢুকে যায় পুলিশ, পোশাক বদলানোর সময় দেয়নি আল্লু অর্জুনকে

বহুল আলোচিত ‘পুষ্পা ২’- সিনেমার প্রিমিয়ার দেখতে গিয়ে ভিড়ের মধ্যে পড়ে এক নারীর মৃত্যুর ঘটনায় গ্রেফতার হয়েছেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। ওই ঘটনায় নিহতের পরিবার অভিযোগ দায়েরের পর শুক্রবার হায়দারাবাদের বানজারা হিলসের বাড়ি থেকে গ্রেফতার করা হয় অর্জুনকে।

গ্রেফতারের পর আল্লু অর্জুনকে ১৪ দিনের জেল হেফাজত দেওয়া হয় তাকে। যদিও সন্ধ্যার পরই মেলে জামিন। তবে ততক্ষণে ভারতের চঞ্চলগুড়া জেলে তিনি। রাতটা সেখানেই কাটান পর্দার পুষ্পা রাজ। 

এদিকে আল্লু অর্জুনকে গ্রেফতারের সময় তার সঙ্গে মোটেই আলাদা আচরণ করেনি ভারতীয় পুলিশ। সোজা এই দক্ষিণী সুপারস্টারের বেডরুমে ঢুকে যায়। তাকে পোশাক পরিবর্তন করার সুযোগও দেয়নি। পুলিশের গাড়িতে ওঠার সময়ও কিন্তু ফুল সোয়্যাগে ছিলেন অভিনেতা। হাতে থাকা কফির কাপ শেষ করেন, ততক্ষণ অপেক্ষা করে পুলিশ। তারপর স্ত্রীকে চুম্বন করে রওয়ানা দেন।

এদিকে আল্লুর গ্রেফতারে অনেকেই নাখোশ। ক্ষোভ প্রকাশ করেছেন সহশিল্পী রাশমিকা মান্দানাও। তবে কারামুক্ত হয়ে আল্লু অর্জুন এর উল্টো। আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে তিন বলেন, ‘আমি নাগরিক হিসেবে বরাবর সমস্ত আইন মেনে চলেছি। এক্ষেত্রেও সমস্ত ধরনের সহযোগিতা করতে চাই। আরও একবার মৃতার পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই।’