জেল থেকে ছাড়া পেয়ে যা করলেন আল্লু অর্জুন
বহুল আলোচিত ‘পুষ্পা ২’- সিনেমার প্রিমিয়ার দেখতে গিয়ে ভিড়ের মধ্যে পড়ে এক নারীর মৃত্যুর ঘটনায় গ্রেফতার হয়েছেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। ওই ঘটনায় নিহতের পরিবার অভিযোগ দায়েরের পর শুক্রবার হায়দারাবাদের বানজারা হিলসের বাড়ি থেকে গ্রেফতার করা হয় অর্জুনকে।
গ্রেফতারের পর আল্লু অর্জুনকে ১৪ দিনের জেল হেফাজত দেওয়া হয় তাকে। যদিও সন্ধ্যার পরই মেলে জামিন। তবে ততক্ষণে ভারতের চঞ্চলগুড়া জেলে তিনি। রাতটা সেখানেই কাটান পর্দার পুষ্পা রাজ।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, এদিকে কারামুক্ত হয়ে জুবিলি হিলসের বাড়ি যান আল্লু। প্রবেশপথেই তাকে স্বাগত জানানোর জন্য দুই সন্তানের হাত ধরে দাঁড়িয়ে রয়েছেন স্ত্রী স্নেহা রেড্ডি। স্বামীকে দেখামাত্রই ছুটে গিয়ে জড়িয়ে ধরলেন। ছেলে আল্লু অয়ন এবং আল্লু আরহাও বাবাকে পেয়ে খুশি। দুই ছেলেমেয়েকে কোলে তুলে, তাদের গালে চুম্বন করে বাড়িতে ঢুকলেন দক্ষিণী সুপারস্টার। ‘ফ্যামিলি ম্যান পুষ্পা’কে দেখে চোখের জল মুছলেন ভক্তরাও!
এদিকে আল্লু অর্জুনকে গ্রেফতারের সময় তার সঙ্গে মোটেই আলাদা আচরণ করেনি ভারতীয় পুলিশ। সোজা এই দক্ষিণী সুপারস্টারের বেডরুমে ঢুকে যায়। তাকে পোশাক পরিবর্তন করার সুযোগও দেয়নি। পুলিশের গাড়িতে ওঠার সময়ও কিন্তু ফুল সোয়্যাগে ছিলেন অভিনেতা। হাতে থাকা কফির কাপ শেষ করেন, ততক্ষণ অপেক্ষা করে পুলিশ। তারপর স্ত্রীকে চুম্বন করে রওয়ানা দেন।