বিশ্বখ্যাত তবলাবাদক জাকির হোসেন জীবন সঙ্কটে

মারা গেছেন বিশ্বখ্যাত তবলাবাদক জাকির হোসেন

ভারতের কিংবদন্তি তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে সঙ্কটনাপন্ন অবস্থায় রয়েছেন বলে জানিয়েছে তার পরিবার।

এই সংগীত গুরুর ‘মৃত্যুর খবর’ ছড়িয়ে পড়লেও তার বোন খুরশিদ আউলিয়া পিটিআইকে বলেছেন, “আমার ভাই গুরুতর অসুস্থ। ভারত আর বিশ্বের সবখানে তার যত ভক্ত আছে, আমরা তাদের প্রার্থনা করার অনুরোধ জানাই। দয়া করে তাকে এখনই শেষ করে দেবেন না।”

তিনি বলেন, “সমস্ত সংবাদমাধ্যমকে আমি অনুরোধ জানাই, জাকির হোসেনের মৃত্যুর ভুল তথ্যের পেছনে ছুটবেন না। তিনি এখনও শ্বাস নিচ্ছেন। তার অবস্থা খুবই সঙ্কটজনক। কিন্তু তিনি এখনো আমাদের সঙ্গে আছেন। আমি অনুরোধ জানাব, তার মৃত্যুর কথা লিখে গুজব ছড়াবেন না।”

জাকির হোসেনের ম্যানেজার নির্মলা বাচানিকে উদ্ধৃত করে এনডিটিভি লিখেছে, গত দুই সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোর একটি হাসপাতালের আইসিইউতে আছেন ৭৩ বছর বয়সী এই তবলাবাদক।

রোববার রাতে ভারতের প্রথম সারির অধিকাংশ সংবাদমাধ্যম জাকির হোসেনের ‘মৃত্যুর’ খবর প্রকাশ করলে সংগীতপ্রেমী মহলে শোকের ছায়া নেমে আসে। অনেকেই ফেইসবুকে সেই শোকের প্রকাশ ঘটান বিভিন্ন বার্তা দিয়ে।

ভারতের যোগাযোগমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াসহ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী শোক প্রকাশ করে বিবৃতি দেন সোশাল মিডিয়ায়। শোক প্রকাশ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।