চলেই গেলেন ওস্তাদ জাকির হোসেন
একদিন আগে মৃত্যুর যে গুজব ছড়িয়েছিল, সেই গুজব সত্যি করে চলে গেলেন ভারতের কিংবদন্তি তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন।
সোমবার (১৬ ডিসেম্বর) জাকির হোসেনের পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।
এক বিবৃতিতে এই কিংবদন্তির পরিবার জানিয়েছে 'ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস' থেকে তৈরি হওয়া জটিলতায় মারা গেছেন জাকির হোসেন। তার বয়স হয়েছিল ৭৩ বছর।
গত দুই সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোর একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন জাকির হোসেন। সেখান থেকে তিনি পৌঁছে যান জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে, যেখান থেকে আর তাকে ফেরানো যায়নি।
জীবনের তাল-লয়-ছন্দের সঙ্গে সমস্ত যোগাযোগ ছিন্ন করে ওস্তাদ জাকির হোসেন পাড়ি দিয়েছেন অনন্তলোকে।