ফের বিয়ে করবেন শাবনূর?

ফের বিয়ে করবেন শাবনূর?

বনিবনা হওয়ায় তালাক দিয়েছেন স্বামীকে। একমাত্র ছেলেকে নিয়ে সংসার ঢালিউড সুপারস্টার শাবনূরের। দ্বিতীয় বিয়ে কবে করছেন এরকম প্রশ্ন ঘোরে তার অনুরাগীদের মাঝে। এবার সে প্রশ্নের জবাব দিলেন অভিনেত্রী।

নতুন করে সংসার শুরুর কোনো পরিকল্পনা আছে কি? জবাবে সংবাদমাধ্যমকে শাবনূর বলেন, ‘এ ধরনের কোনো চিন্তা আপাতত নেই। বিয়ের পর স্বামীর সঙ্গে বনিবনা না হওয়া যেকোনো নারীর সুখকর অভিজ্ঞতা নয়। তাই স্বামীকে ডিভোর্স দিতে হয়েছে আমার। অনেকে মনে করেন, একবার কারও প্রতারণার শিকার হলে আর কোনো পুরুষ মানুষকে বিশ্বাস বা বিয়ে করা যায় না। এটি ভুল ধারণা।’

এরপর বলেন, ‘ভালো–মন্দ পৃথিবীর সবকিছুতেই আছে। তাই বলে ভালো মানুষ যে আর পাওয়া যাবে না, তা কিন্তু নয়। তবে বিয়ে নিয়ে আমার আপাতত আগ্রহ না থাকার পেছনে আমার সন্তান। আইজানকে মানবিক মূল্যবোধের মানুষ হিসেবে গড়ে তোলাটাই আমার আপাতত স্বপ্ন, চিন্তা। ওর বেড়ে ওঠার এ সময়টায় আমাকে সবচেয়ে বেশি দরকার।’

এদিকে আজ ১৭ ডিসেম্বর শাবনূরের জন্মদিন। দিনটিতে সহকর্মীরা শুভেচ্ছায় সিক্ত করছেন শাবনূরকে। জায়েদ খগান, পূর্ণিমাসহ অনেকেই আছেন এ তালিকায়।