ফের ‘অনিশ্চয়তায়’ ফোক ফেস্ট

ফের ‘অনিশ্চয়তায়’ ফোক ফেস্ট

পাঁচ বছর ফের বসতে চলেছে এশিয়ার সবচেয়ে বড় লোকসংগীতের অনুষ্ঠান ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’। ২০২৫ সালের জানুয়ারিতে রাজধানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত হতে যাচ্ছে ফোক ফেস্টের ষষ্ঠ আসর। মাস দেড়েক আগে সংবাদমাধ্যমকে খবরটি নিশ্চিত করে অনুষ্ঠানটির আয়োজক প্রতিষ্ঠান সান ফাউন্ডেশন।

তবে ফের ফোক ফেস্টের কাঁধে চেপে বসেছে অনিশ্চয়তার ভূত। কেননা এ আয়োজনের জন্য ভেন্যু বরাদ্দ দিয়েও তা ‘বাতিল করেছে’ আর্মি স্টেডিয়াম কর্তৃপক্ষ। এ নিয়ে সংবাদমাধ্যমকে আয়োজক প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ক্রিয়েটিভ ডিরেক্টর তানভীর হোসেন বলেন, “আমাদেরকে যে ভেন্যু বরাদ্দ দেওয়া হয়েছিল, অনিবার্য কারণ উল্লেখ করে তা বাতিল করা হয়েছে।"

এখন আয়োজকদের পরিকল্পনা কী প্রশ্নে তানভীর বলেন, "পরিস্থিতি অনুকূলে এলে আমরা আবারও চেষ্টা করবো। তবে সামনে রোজা এবং ঈদ আছে। এগুলো বিবেচনায় রেখেই হয়তো চিন্তা করা হবে। আমরা তো আয়োজনটি করতেই চাই। তবে কবে করতে পারবো, বলা যাচ্ছে না।"

এর আগে তানভীর হোসেন সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘বিগত পাঁচ বছর ধরে আগ্রহী শ্রোতা দর্শকদের বহু প্রশ্নের সম্মুখীন হয়েছি। কেন ফোকফেস্ট হচ্ছে না, এ নিয়ে আগ্রহের শেষ ছিল না। অবশেষে তাদের উদ্দেশে বলতে চাই, আসছে জানুয়ারিতে আর্মি স্টেডিয়ামেই বসছে ফোক ফেস্টের ৬ষ্ঠ আসর।’

আরও বলেছিলেন, ‘আমরা প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। আর্মি স্টেডিয়ামে অনুমতি পেয়েছি বলে এখন তারিখ ঘোষণা করছি, জানুয়ারির ২৩, ২৪ ও ২৫ তারিখে আর্মি স্টেডিয়ামে বসছে ফোকফেস্টের ৬ষ্ঠ আসর। এবারের আসরে কোন কোন শিল্পী অংশ নেবেন সেটা এখই বলা হচ্ছে না। শিল্পীদের বিষয়টি চূড়ান্ত হলে বিষয়টি অনুষ্ঠানিকভাবে জানানো হবে।’

২০১৫ সালে প্রথমবার আয়োজিত হয় ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট। সেবার পাঁচ দেশের শতাধিক শিল্পী যোগ দিয়েছিল এই ফেস্টে। অনুষ্ঠানটির আয়োজনে ছিল স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড ও সান ফাউন্ডেশন।

উৎসবটিতে প্রবেশের জন্য কোনো অর্থ বিনিময় করতে হয় না। দর্শকরা বিনামূল্যে উপভোগ করেন এই অনুষ্ঠান। সবশেষ ২০১৯ সালে রাজধানীর আর্মি স্টেডিয়ামে বসেছিল ফোক ফেস্টের আসর।