‘পুষ্পা ২’দেখাতে অস্বীকার, প্রেমিকার আত্মহত্যার চেষ্টা
‘পুষ্পা ২’ উন্মাদনা চরমে। না দেখলে যেন জীবনই বৃথা! ফুলের বদলে এক প্রেমিকাও প্রেমিকের কাছে আবদার করেছিল ছবিট দেখার। কিন্তু বেরসিক প্রেমিক রাজি হননি। তাতেই বিপত্তি। গোস্বায় আত্মহত্যার চেষ্টা অভিমানী ‘লায়লা’র। এরকমই ঘটেছে ভারতের বেনারসে।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, আত্মহত্যার চেষ্টা করা তরুণী বিএইচইউ-এর ছাত্রী। প্রেমিকের সাথে একচোট ঝড়ো ঝগড়ার পর হোটেলের তৃতীয় তলা থেকে লাফ দেন তিনি। সঙ্গে সঙ্গে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে অবস্থা আশঙ্কাজনক। প্রেমিককেও আটক করেছে পুলিশ। চলছে জোর তদন্ত।
জানা গেছে, ওই তরুণ-তরুণী ঝাড়খণ্ডের ধানবাদ থেকে এরা শহরে বেড়াতে এসেছিলেন। দাবি করা হচ্ছে, সেখানেই আহ্লাদ করে পুস্পারাজ দর্শনের বায়না তরুণী। কিন্তু প্রেমিক রাজি না হওয়ায় ছাদ থেকে লাফিয়ে নিজেকে শেষ করে দেওয়ায় চেষ্টা করেন তিনি।
এদিকে ‘পুষ্পা ২’ বিশ্বব্যাপী ১৫০০ কোটির ঘর পেরিয়েছে কবেই। একে একে ভেঙেছে রেকর্ড। এখনও সিনেমা হলে ছুটছে লাগাম ছাড়া পাগলা ঘোড়ার মতো। গতকাল শুক্রবারেও ভারতব্যাপীও হাজার কোটির ঘর ছুঁয়েছে আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানার সিনেমাটি।