‘আতশবাজি দিয়ে পাখিদের ভয় পাইয়ে দিবেন না’
সংগীতশিল্পী সাবরিনা এহসান পড়শী। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট উল্লেখ করেছেন, অযথা আতশবাজি দিয়ে পাখিদের ভয় পাইয়ে দিবেন না।
পোস্ট করে পড়শী লিখেছেন, ‘আজ অযথা আতশবাজি দিয়ে পশু-পাখিদের ভয় পাইয়ে দেবেন না। পশু পাখিদের শান্তিতে ঘুমানোর সুযোগ দিন।’
কমেন্ট বক্সে সংগীতশিল্পীর সঙ্গে নেটিজেনরা একাত্মতা পোষণ করেছেন। একজন নেটিজেন লিখেছেন, ‘বাহ্ খুবই সুন্দর জ্ঞানী সঠিক পরামর্শ দিয়েছেন। আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল।’
মনির নামে আরেকজনের ভাষ্য, ‘এত সুন্দর পোস্ট করে সবাইকে বুঝিয়ে দেয়ার জন্য এবং সতর্কতা বার্তা দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় পড়শী আপু শুভকামনা আপনার জন্য।’
প্রসঙ্গত, ছোটবেলা থেকে নাচের প্রতি আগ্রহী হয়ে নাচ শিখেন পড়শী। পরবর্তীতে ক্লাসিক্যাল সংগীত শেখা শুরু করেন। ২০০৭ সালে সরকারি ভাবে আয়োজিত কমল কুড়ি নামক সংগীত প্রতিযোগিতায় দেশের গান বিভাগে বিজয়ী হন তিনি।