ফের জুটি বাঁধছেন মিম-রাজ
আবারও সিনেমায় জুটি বাঁধছেন শরীফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। এবার তাদের দেখা যাবে ‘দানব’ সিনেমায়। এটি হবে একসঙ্গে তাদের তৃতীয় ছবি।
চলতি বছরের মাঝামাঝি সময়ে শুটিং শুরু হবে অনন্য মামুন পরিচালিত সিনেমাটির। প্রযোজনা করছেন কাট এন্টারটেইনমেন্ট।
সিনেমাটির শুটিং হবে বাংলাদেশ এবং থাইল্যান্ডে। ঈদুল ফিতরে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা সংশ্লিষ্টদের।
এর আগে পরাণ এবং দামাল সিনেমায় দেখা মিলেছে জনপ্রিয় এই জুটির। মাঝখানে আর কোনো সিনেমায় দেখা মেলেনি তাদের।