তাহসান-সিঁথির ‘একা ঘর আমার’

তাহসান-সিঁথির ‘একা ঘর আমার’

 নতুন বছর যেন সুখবরের ঝাঁপি খুলেছেন জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান। ব্যক্তিগত জীবনে যেমন প্রবেশ করেছেন নতুন অধ্যায়ে তেমনই পেশাগত জীবনেও ভক্তদের দিচ্ছেন একাধিক গান। নতুন বছর এ যাত্রায় তার শুরুটা হলো কণ্ঠশিল্পী সিঁথি সাহার সঙ্গে। ‘একা ঘর আমার’ শিরোনামের এক গান প্রকাশ পেয়েছে তাহসান-সিঁথির।

গতকাল সোমবার এসেছে গানটি। এদিন রাজধানীর গুলশানের একটি রেস্টুরেন্টে আয়োজন করা হয়েছিল এক সংবাদ সম্মেলনের। সেখানে গান নিয়ে কথা বলেছেন তাহসান-সিঁথি।

তাহসান বলেন, ‘সাত থেকে আট মাসে আগেই গানটি লেখা। একটা মানুষের প্রেমে পড়ে গেলে সেই মানুষটার প্রতি অনেক প্রত্যাশা থাকে। সেই প্রত্যাশা পূরণ না হলে মানুষের কষ্ট অনেক বেশি হয়। এমনও হয়, আপনি যাকে ভালোবাসেন সেই মানুষটা আপনাকে কষ্ট দিচ্ছে আর আপনি সেই কষ্টটা পুষে রাখছেন। বলতে গেলে একটা মানুষকে ভালোবাসি আবার সেই মানুষটাকে ঘৃণাও করি- এমন চিন্তা থেকেই এই গানটি মাথায় এসেছে। সত্যি বলতে গত ২০-২২ বছর ধরে অনেক ধরণের গান করেছি কিন্তু বিরহের গানের জন্যই দর্শকের বেশি ভালোবাসা পেয়েছি। এবারও তাই হলো।’

অনুপম মিউজিক ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পেয়েছে। কণ্ঠ দেওয়ার পাশাপাশি কথা ও সুর করেছেন তাহসান নিজেই। সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। তাহসান, সিঁথি সাহা, সাজিদ সরকারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।