আমার বিয়ের বয়স শেষ: শবনম ফারিয়া

আমার বিয়ের বয়স শেষ: শবনম ফারিয়া

তারকাদের সঙ্গে কথা বলা আর আকাশের চাঁদ হাতে পাওয়া অনুরাগীদের কাছে সমান। তবে সোশ্যাল মিডিয়া তা অনেকটাই সহজ করে দিয়েছে। চাইলেই ভক্তদের মন্তব্যের উত্তর দিতে পারেন তারা। তবে সে আশা পূরণ হয় এমন ভাগ্যবান কজন! 

কেননা সামাজিক মাধ্যমে অনুসারীদের মন্তব্যের উত্তর দেওয়ার সময় খুব একটা হয় না তারকাদের। ব্যতিক্রম শবনম ফারিয়া। তার পোস্টের দুকথা লিখে নিরাশ হতে হয় না মন্তব্যকারীদের। অধিকাংশ সময়-ই জবাব দেন অভিনেত্রী। এবার কথা বললেন নিজের বিয়ে নিয়েও। 

সম্প্রতি বিয়ের পিঁড়িতে বসেছেন ফারিয়ার বান্ধবী উপস্থাপক সারা ফ্যায়রুজ যাইমা। বান্ধবীর বিয়েতে শুরু থেকেই উপস্থিত ছিলেন অভিনেত্রী। সকল আয়োজনেই মিলেছে সরব উপস্থিতি। ফেসবুকে যাইমার বিয়ের অনুষ্ঠানের বেশ কিছু ছবি প্রকাশ করেছেন ফারিয়া। 

ওই পোস্টে এক অনুরাগী লিখেছেন, ‘এবার একটা বিয়ে করেন, এখন আপনার সিরিয়াল’। জবাবে ফারিয়া লেখেন, ‘ভাই, আমি সেই ২০১৯ এ বিয়ে করেছিলাম, এখন বিয়ের বয়স শেষ আমার!’

অপর এক ভক্ত প্রশ্ন করেন, ‘আপনার বিয়ের ছবি কবে আপলোড হবে একটু শুনি?’ জবাবে অভিনেত্রী লেখেন, ‘একজন মানুষ কতগুলো বিয়ের ছবি আপলোড দিবে? একবার তো দিছি! দেখেন, কারো কারো একটা বিয়েই হচ্ছে না! আমি একাধিক বিয়ের ছবি দিলে কেমন বৈষম্য হয় না? মাত্রই না বৈষম্যবিরোধী আন্দোলন করলাম আমরা?’

ফারিয়ার এই খুনসুটি দারুণ উপভোগ করেছেন ভক্তরাও। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার কমেন্টের বিভিন্ন স্ক্রিনশট ঘুরে বেড়াচ্ছে। ভক্তরা প্রত্যাশাও রাখছেন অভিনেত্রীর নতুন জীবন দেখার।