অবশেষে মুক্তি পাচ্ছে ‘রিকশা গার্ল’
অবশেষে আলোর মুখ দেখছে নির্মাতা অমিতাভ রেজার ‘রিকশা গার্ল’। ২০২০ সালে মুক্তির কথা থাকলেও করোনা মহামারির কারণে তা আটকে যায়। অবশেষে বন্দিদশা কাটছে। আগামী ২৪ জানুয়ারি মুক্তি পাচ্ছে ছবিটি।
যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পারকিন্সের উপন্যাস থেকে নির্মাণ করা হয়েছে ছবিটি। রোববার (১২ জানুয়ারি) সিনেমাটির নতুন ট্রেলার প্রকাশের পাশাপাশি ঘোষণা করা হয় মুক্তির দিন।
রিকশা গার্লের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান। চলচ্চিত্রটিতে আরও রয়েছেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্রসহ অনেকে। নাইমার মায়ের চরিত্রে দেখা যাবে মোমেনা চৌধুরী ও বাবার চরিত্রে নরেশ ভূঁইয়াকে।
নাঈমা নামের এক নারীকে কেন্দ্র করে গড়ে উঠেছে ছবির গল্প। সে একজন চিত্রশিল্পী। কিন্তু অভাবের তাড়নায় ছবি আঁকা বাদ দিয়ে রিকশা চালাতে নামে। কিন্তু ভেতরে জমতে থাকে স্বপ্ন পূরণের তাড়না। এরকম গল্পে নির্মিত ছবির নির্বাহী প্রযোজক মো. আসাদ্দুজামান। ডিজিটাল পার্টনার হিসেবে রয়েছে বঙ্গ।