ওজন কমাচ্ছেন শাবনূর, ফিরলেই ‘রঙ্গনা’র শুটিং
সম্প্রতি গুঞ্জন চলছে— ঢালিউডের জনপ্রিয় নায়িকা শাবনূরের ‘রঙ্গনা’ সিনেমাটি অসম্পূর্ণ-ই থেকে যাচ্ছে। নির্মাতা আরাফাত হোসাইনের সঙ্গে কথা-কাজে মিল না হওয়ায় ছবিটি থেকে সরে দাঁড়াচ্ছেন এ সুপারস্টার। তবে বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিলেন ‘রঙ্গনা’র পরিচালক।
তিনি বলেন, ‘পুরোটাই গুজব। আমাকেও কয়েকজন জানিয়েছেন বিষয়টি। এই গুজব যারা ছড়াচ্ছেন তারা কেন এটা করছেন, নাকি তাদের কেউ করাচ্ছেন— আমি নিশ্চিত নই। শুরুতে অনেকেই ছবিটি নিয়ে নেতিবাচক কথাবার্তা ছড়িয়েছিলেন। যেহেতু তারা জানেন, শিগগিরই ছবিটির কাজ শুরু হবে সেজন্যই হয়তো ফের গুজব ছড়াচ্ছেন।’
এদিকে অনেক দিন হলো বন্ধ আছে ‘রঙ্গনা’র শুটিং। শাবনূরও অস্ট্রেলিয়ায়। ২০২৪-এর দুই ঈদের একটিতে মুক্তির কথা ছিল। কিন্তু বছর কেটে গেছে, সিনেমার শুটিং-ই সম্পন্ন হয়নি। বিলম্বের কারণ হিসেবে আরাফাত বলেন, ‘গল্পের প্রয়োজনে শাবনূর আপুকে ওজন কমাতে হচ্ছে। সে কারণেই সময় নিচ্ছি আমরা। উনি ফিরলেই শুরু হবে শুটিং।’
এদিকে ছবির মুক্তি নিয়ে কিছু ভাবছেন না পরিচালক। তিনি বলেন, ‘সিনেমাটির মুক্তি নিয়ে ভাবছি না। আগে ভালোভাবে নির্মাণ শেষ করতে চাচ্ছি। তারপর মুক্তি নিয়ে ভাবব।’ তবে ক্যামেরা-লাইট কবে জ্বলে উঠবে রঙ্গনার তা খোলাসা করতে চান না নির্মাতা। তার কথায়, ‘শুটিং নিয়ে কিছু জানাতে চাচ্ছি না। কারণ যারা বাজারে নেতিবাচক কথাবার্তা ছরাচ্ছেন তাদের জন্য সুবিধা হবে।’
‘রঙ্গনা’ সিনেমায় দ্বৈত চরিত্রে দেখা যাবে শাবনূরকে। প্রথম দফার শুটিং শেষ। এখন অপেক্ষা দ্বিতীয় দফার। সিনেমাটির কাহিনি লিখেছেন নির্মাতা নিজেই। চিত্রনাট্য ও সংলাপ করেছেন তন্ময় মুক্তাদির। শাবনূর ছাড়াও অভিনয়ে আছেন কাজী হায়াৎ, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, মিলি বাশারস প্রমুখ।