র্যাম্পে হেঁটে সমালোচনা, জবাব দিলেন রুনা খান
১৬-১৯ জানুয়ারি আর্কা ফ্যাশন উইকে র্যাম্পে হাঁটেন অভিনেত্রী রুনা খান। তবে এজন্য যততা না প্রশংসিত তার চেয়ে বেশি হয়েছেন সমালোচিত।
এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন রুনা। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি মনে করি একজন আর্টিস্ট কোনো কাজ করবেন মানে সবার ভালো লাগবে এমনটা নয়। কোনোটা ভালো লাগবে কোনোটা লাগবে না। যাদের ভালো লেগেছে তারা প্রশংসা করেছে, যাদের ভালো লাগেনি তারা তাদের ভালো না লাগার কথা জানিয়ে সমালোচনা করেছেন। আলোচনা সমালোচনা দুটোকেই আমি সাধুবাদ জানাই। আমার কাছে কাজের প্রস্তাব এলে আমি আগ্রহী হয়ে গেলে সেই কাজগুলো আমি করবো।
নিজেকে গণ্ডিতে আবদ্ধ রাখতে চান না রুনা। সুযোগ পেলে বিভিন্ন মাধ্যমে মেলে ধরতে চান উল্লেখ করে বলেন, ক্যারিয়ার শুরু করেছিলাম অভিনেত্রী এবং মডেল হিসেবে। যতদিন সুস্থভাবে বেঁচে থাকবো পেশা হিসেবে অভিনয় এবং মডেলিং করে যাবো। মঞ্চ, টেলিভিশন, টিভিসি, ওভিসি, ওটিটি এবং সিনেমা সব মাধ্যমে কাজ করছি। শুধু যাত্রাতে কাজ করা হয়নি। এই কাজের প্রস্তাবও আমার কাছে আসেনি। আবার বলছি, যতদিন বেঁচে থাকবো এবং যেসব কাজের ব্যাপারে আগ্রহবোধ করবো, সবসময়ের মতো ভালোবেসে কাজগুলো করে যাব।
সম্প্রতি ‘নীলপদ্ম’ নামের এঅটি ছবিতে দেখা গেছে রুনাকে। এতে যৌনকর্মীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটি দেখতে ভিড় জমিয়েছিলেন দর্শক।