ছুরি-চাকু পছন্দ হয়ে গেছে: মেহজাবীন চৌধুরী

ছুরি-চাকু পছন্দ হয়ে গেছে: মেহজাবীন চৌধুরী

বেদনার রঙ নীল হলেও পুরো বিষয়টি উল্টে দিয়েছেন মেহজাবীন চৌধুরী। ভালোবাসা দিবস উপলক্ষে ‘নীল সুখ’ নিয়ে আসছেন তিনি। ওয়েব কনটেন্টটির নির্মাতা ভিকি জাহেদ। এ নির্মাতার কাজে ভায়োলেন্স যেন আবশ্যক। ছুরি-চাকুর মতো ধারালো অস্ত্রও থাকে। ‘নীল সুখে’র প্রকাশিত ট্রেলারেও ব্যতিক্রম দেখা ছিল না। 

এদিকে ভিকি জাহেদের সঙ্গে অসংখ্য কাজ করেছেন মেহজাবীন। সেগুলোতেও একই চিত্র দেখা গেছে। বিষয়টি কেমন লাগে? ‘নীল সুখে’র ট্রেলার প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এরকম এক প্রশ্নের উত্তরে মেহজাবীন মজার ছলে বলেন, ‘আমরা এত কাজ করেছি যে সংখ্যাটা মনে নেই। আর কাজ করতে করতে ছুরি-চাকু পছন্দ হয়ে গেছে। এখন যে কাজই করি ছুরি চাকু থাকবে।’ 

এ সময় ‘নীল সুখ’ সম্পর্কে অভিনেত্রী বলেন, ‘এই গল্পে কেমিস্ট্রি, ভালোবাসা, ফ্যামিলি ড্রামা আছে। অনেক লেয়ার আছে।’

‘নীল সুখে’ মেহজাবীনের বিপরীতে আছেন ফররুক আহমেদ রেহান। ১৮ ফেব্রুয়ারি ওটিটি মাধ্যম বিঞ্জে মুক্তি পাবে ওয়েব কন্টেন্ট।