বিয়ের দাওয়াত দিলেন মেহজাবীন!

বিয়ের দাওয়াত দিলেন মেহজাবীন!

সোশ্যাল মিডিয়া সরগরম জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর বিয়ের খবরে। নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে বিয়ের খবরটি সংবাদমাধ্যমকে অভিনেত্রী নিশ্চিত করলেও বিস্তারিত কিছু বলেননি। ফলে অনুরাগীদের উন্মাদনা কমছে না।

এই যখন অবস্থা তখন সামাজিক মাধ্যমে বিয়ের দাওয়াত দিলেন মেহজাবীন। তবে নিজের বিয়ের দাওয়াত না। দিয়েছেন অর্পা ও মারুফের বিয়ের দাওয়াত। 

আজ মঙ্গলবার সন্ধ্যায় ফেসবুকে মেহজাবীন লিখেছেন, ‘অর্পা আর মারুফের বিয়েতে দাওয়াত সবাইকে! নীল সুখ চলছে বিঞ্জে।’

এটি মূলত মেহজাবীনের নতুন ওয়েবফিল্ম ‘নীল সুখে’র প্রচারণামূলক পোস্ট। এতে অর্পা চরিত্রে দেখা যাবে মেহজাবীনকে। 

আজ মঙ্গলবার ওটিটি মাধ্যম বিঞ্জে মুক্তি পাচ্ছে ‘নীল সুখ’। তার বিপরীতে আছেন ফররুক আহমেদ রেহান। ভিকি জাহেদ নির্মাণ করেছেন ওয়েব ফিল্মটি।