যে কারণে ঘর ভেঙেছে হৃদয় খানের
শুধু পেশাগত কারণে না ব্যক্তি জীবন নিয়েও আলোচনায় থাকেন সংগীতশিল্পী হৃদয় খান। এবার তিনি আলোচনার টেবিলে বিচ্ছেদ সংক্রান্ত কারণে। তৃতীয় বিয়েও ভেঙেছে গায়কের।
কারণ হিসেবে জানা গেছে, হৃদয়ের ওপর নানা কারণে বিরক্ত ছিলেন স্ত্রী হুমায়রা। এ কারণে গায়ককে ডিভোর্স লেটার পাঠান। তবে হৃদয় ও তার পরিবার ডিভোর্সের বিষয়টি গোপন রেখেছে।
বিষয়টি নিয়ে মুখ খোলেননি হৃদয়। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘বিষয়টি খুব সেনসেটিভ, তাই এটি নিয়ে আপাতত কোনো কথা বলতে চাই না। অন্য কোনো কথা থাকলে বলুন।’
এ সম্পর্কে হৃদয় খানের বাবা সংগীত পরিচালক রিপন খানও রহস্য জমিয়ে রেখে বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না। আমার কাছে কোনো তথ্যও নেই। হৃদয়ের সঙ্গেও এ ব্যাপারে আমার কোনো আলোচনা হয়নি।’
হুমায়রার সঙ্গে এটি ছিল হৃদয় খানের তৃতীয় বিয়ে। ক্যারিয়ারের শুরুর দিকে বয়সে বড় মডেল সুজানা জাফরকে বিয়ে করেন হৃদয়। ২০১৫ সালের ১ আগস্ট ঘর বাঁধেন তারা। ২০১৬ সালের ৬ এপ্রিল তাদের বিচ্ছেদ হয়ে যায়।
এরপর পূর্ণিমা আকতার নামের এক নারীকে বিয়ে করেন হৃদয়। তার সঙ্গে বিচ্ছেদের পর ঘরে তোলেন হুমায়রাকে।