সাভারে গুলিবিদ্ধ অভিনেতা আজিজুর রহমান
সাভারের আশুলিয়ায় গুলিবিদ্ধ হয়েছেন অভিনেতা আজিজুর রহমান আজাদ (৩৪)। তাকে উত্তরার শিপ ইন্টারন্যাশনাল হসপিটালে ভর্তি করা হয়েছে।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে নিজ বাসায় গুলিবিদ্ধ হন তিনি।
আহত টেলিভিশন অভিনেতা আজাদের পারিবারিক সুত্র জানায়, ‘রবিবার ভোরে গ্রিল কাটার শব্দে আজিজের ঘুম ভাঙে। এ সময় তিনি বাসায় দুর্বৃত্তদের উপস্থিতি টের পান। দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পর পর তিন রাউন্ড গুলি ছোড়ে।’
তিনি গুলিবিদ্ধ হওয়ার পর তাকে রক্ষা করতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় স্ত্রী রোকসানা হক (৩৩) ও মা আজিজুন্নাহার (৬৫) আহত হন। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ অভিনেতাসহ সবাইকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
তবে কি কারণে তাকে হত্যা চেষ্টা করা হয় কেউ জানাতে পারেনি।
শিপ ইন্টারন্যাশনাল হসপিটালের চিকিৎসক ডা. কামরুজ্জামান বলেন, অভিনেতার শরীরে তিনটি গুলিবিদ্ধ হয়েছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত।
এ বিষয়ে যোগাযোগ করা হলে আশুলিয়া থানার ওসি নূরে আলম সিদ্দিক বলেন, ‘বিষয়টি তিনি শুনেছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’
তবে তখন পর্যন্ত কেউ মামলা করেননি বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।