বিয়ের ছবি প্রকাশ করলেন মেহজাবীন

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বিয়ের পিঁড়িতে বসছেন আজ। পাত্র পরিচালক-প্রযোজক আদনান আল রাজীব।

জানা গেছে, আমিন বাজারের মধুমতি মডেল টাউনে বিয়ের আনুষ্ঠানিকতা সাড়বেন তারা। যাতে আমন্ত্রণ পেয়েছেন পাত্র ও কনে পক্ষের ঘনিষ্টরা। উপস্থিত আছেন বিনোদন জগতের অনেক তারকা।

মেহজাবীনের বিয়েতে উপস্থিত এক পরিচালক সংবাদমাধ্যমকে বলেছেন, ‘অনেকটা বলিউডি স্টাইলেই হচ্ছে বিয়ের সব আয়োজন। একটু পরপর মাইকে ঘোষণা করে মোবাইলে অনুষ্ঠানের ছবি না তোলার অনুরোধ জানাচ্ছেন তারা।’

কিন্তু এই কড়াকড়ির মাঝেও মেহজাবীনের হলুদের একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

দুপুরের দিকে অবশ্য মেহজাবীন নিজেই তাদের বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন।