নতুন পরিচয়ে সাবিলা নূর
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর নাটক ও ওটিটিতে অভিনয়ের মাধ্যমে জায়গা করে নিয়েছেন দর্শকমনে। অমর একুশে বইমেলায় শেষ দিকে চুপিসারে বই প্রকাশ করে চমকে দিলেন ভক্তদের। তিনি জানান, ঘটা করে বই প্রকাশ করার মতো লেখক নই আমি, তাই লুকিয়ে লুকিয়ে প্রকাশ করা।
‘ভালোবাসা অতঃপর’ নামে বইয়ের আত্মপ্রকাশের মধ্য দিয়ে নতুন পরিচয় ধরা দিলে এ অভিনেত্রী। অনন্যা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে যৌথভাবে লেখা বইটি। যেখানে আছে দশ রকমের দশটি গল্প।
এ প্রসঙ্গে সাবিলা বলেন, ‘অভিনয় আমার প্রথম প্রায়োরিটি। তবে অবসর সময়ে টুকটাক লিখি। আসলে ঘটা করে বই প্রকাশ করার মতো লেখক নই আমি। তাই নীরবেই প্রকাশ করা। তবে বইটিতে খুব সুন্দর দশটি গল্প রয়েছে। এটি আমরা যৌথভাবে লিখেছি। আমার সঙ্গে রয়েছেন সালাম রাসেল নামে একজন লেখক।’
কিভাবে লেখালেখিতে যুক্ত হলেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘লেখালেখির চর্চাটা ছোটবেলা থেকেই। সেই লেখা কেবল তার নোটবই বা ডায়েরিতেই সীমাবদ্ধ নয়। ২০২১ সালে তার লেখা গল্প অবলম্বন নির্মিত হয় নাটক ‘পারাপার’ ও দর্শকনন্দিত নাটক ‘রিদিকার গল্প’।’ নাটক দুটিতে নিজেই অভিনয় করেছেন।
এই অভিনেত্রী জানিয়েছেন, কাজের বাইরে বাকীটা সময় কাটান পরিবার, বই পড়া কিংবা সিনেমা দেখার মাধ্যমে।