প্রেমটা লুকিয়েই করছেন পরীমণি ও শেখ সাদী

প্রেমটা লুকিয়েই করছেন পরীমণি ও শেখ সাদী

চিত্রনায়িকা পরীমণির জীবনে আবারও বসন্তের ছোঁয়া লেগেছে। অভিনেতা শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের দীর্ঘদিন পর আবারও নতুন করে প্রেমে মজেছেন তিনি। 

যদিও প্রেম বিয়ে নিয়ে বরাবরই অকপটে ছিলেন পরী। কখনোই কোনো লুকোছাপা করেননি। তবে এবার যেন কিছুটা সাবধানী এই অভিনেত্রী। প্রেমে পড়লেও প্রেমিককে সামনে আনতে বড্ড অনীহা তার। 

তবুও আকার ইঙ্গিতে নানাভাবেই নিজের প্রিয় মানুষকে নিয়ে কথা বলছেন পরী। ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাসেও দিচ্ছেন ভালোবাসার বার্তা। সেসব দেখেই নেটিজেনরাও ব্যস্ত হয়ে পড়েছেন অভিনেত্রীর প্রেমিকের খোঁজে। 

পরীমণির ব্যক্তিগত জীবন নিয়ে যখন আবারও আলোচনার সৃষ্টি, তখনই একটি নাম বারবার উঠে এসেছে। তরুণ সংগীতশিল্পী শেখ সাদী। বর্তমানে এই গায়কের সঙ্গেই নাকি লুকিয়ে প্রেম করছেন অভিনেত্রী। 

সাদীর সঙ্গে পরীমণিকে জড়িয়ে আলোচনার শুরু মূলত নায়িকার একটি মামলায় জামিনদার হওয়াকে কেন্দ্র করে। আদালতেও পরীকে আগলে রাখতে দেখা যায় এই গায়ককে। 

এরপর বিভিন্ন সময় ফেসবুকে একে অন্যেকে ইঙ্গিত করে স্ট্যাটাস দিয়েছেন। শুধু তাই নয়, গত মঙ্গলবার (৫ মার্চ) রাতে প্রিয় মানুষের বুকে মাথা রাখা একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন। 

যদিও সেই ছবিতে ভালোবাসার মানুষকে প্রকাশ্যে আনেননি অভিনেত্রী। কেবল হাতটাই দেখা গেছে। তবুও ভক্তদের চোখ থেকে আড়াল করতে পারেননি। 

পরীমণির আলোচিত সেই ছবিতে শেখ সাদীকে খুঁজে পেলেন ভক্তরা

শেখ সাদীর ব্যবহৃত হাতঘড়ির সঙ্গে পরীমনি যার বুকে মাথা রেখেছেন, সেই মানুষটির হাতঘড়ির মিল খুঁজে বের করেছেন ভক্তরা। বিষয়টি বুঝতেই পেরেই দ্রুত ছবিটি ফেসবুক থেকে সরিয়ে নেন অভিনেত্রী। 

ততক্ষণে অনেক দেরি করে ফেলেছেন তিনি। সকলেই বুঝে যান, পরীর জীবনে নতুন সেই পুরুষটির নাম শেখ সাদী। যার সঙ্গেই তার প্রেমের গুঞ্জন বিগত দুই-এক মাসে চারিদিকে ডালপালা মেলেছে। এই ছবির পর যেন সেই গুঞ্জন পুরোপুরি স্পষ্ট হয়ে গেল। 

এই দুই তারকার ঘনিষ্ঠজনেরাও বলছেন, বর্তমানে পরীর জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ মানুষ শেখ সাদী। দুজনেই একসঙ্গে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন। একে অপরের পাশে থাকছেন। তবে প্রকাশ্যে এখনই তাদের সম্পর্ক নিয়ে কিছু বলতে চাইছেন না।

পরীমণির সঙ্গে প্রেম করছেন কি না, এ বিষয়ে জানতে যোগাযোগ করা হয় শেখ সাদীর সঙ্গে। এই গায়ক বর্তমানে অসুস্থবোধ করছেন দাবি করে ব্যক্তিগত জীবন প্রসঙ্গে কোনো মন্তব্য করতে রাজি নন বলে ফোনটি কেটে দেন। 

অন্যদিকে সাদীকে নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে পরীমণি বলেছেন, ‘সাদী আমার জীবনে একটা জাদুর মতো! আমি মন খুলে যার সাথে নিজের কথাগুলো বলতে পারি। জীবনে খারাপ সময়ে যে পাশে থাকে, আগলে রাখে, সে তো জীবনের আশীর্বাদ হয়ে আসে। ও ঠিক তা–ই আমার কাছে।’

অভিনেত্রী আরও বলেন, ‘একটা চড়াই–উতরাইয়ের মধ্য দিয়ে আমার জীবন চলছে। বিপদের সময় যে পাশে থাকেন, সে জীবনের জন্য আশীর্বাদ। আমি এই জীবনে অনেক শুভাকাঙ্ক্ষী পেয়েছি, এখনো আমার অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছে। আমার সুখ-দুঃখের গল্পগুলো তাঁদের সঙ্গে শেয়ার করি। এতে আমি মানসিকভাবে ভালো থাকি।’

সপ্তাহখানেক আগে প্রকাশ পেয়েছে শেখ সাদীর নতুন গান ‘মনে নাই দয়া’। গানটি পরীমণি তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেছেন। ভালোবাসার ইমোজি দিয়ে ছোট একটি ক্যাপশনও দিয়েছেন।

পরীমণির সেই ফেসবুক পোস্টে একজন মন্তব্য করেছেন, এভাবে সাদী ভাইকে ‘ছ্যাঁকা’টা না দিলেও হতো, পরী। সেই মন্তব্যের উত্তরে পরীমণি লিখেছেন, ‘কেবল তো শুরু। সারাজীবনই দেব।’ 

এরপর পরীমণির সেই পোস্টে সাদা রঙের ভালোবাসার ইমোজি দিয়ে নিজের প্রতিক্রিয়া প্রকাশ করেন সাদী। সেই মন্তব্যের জবাবে পরীমণি বলেন, ‘লাল লাগবে আমার।’ মানে, সাদা লাভ ইমোজির পরিবর্তে লাল রঙেরটাই ব্যবহার করতে বলে তিনি। 

পরী-সাদীর এই খুনসুটি দেখে ভক্তদেরও এখন বুঝতে বাকি নেই, দুই তারকার সম্পর্কের রসায়নটা এখন কেমন চলছে।