ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় শীর্ষ ১০ নাটক

বসন্তের উৎসবমুখরতা ও ঈদুল ফিতর; এ দুয়ে মিলে শুরু হচ্ছে জমকালো আয়োজন। চাঁদ রাত থেকে শুরু করে ঈদুল ফিতর ২০২৫-এ পুরো সপ্তাহ জুড়ে বিনোদনসূচীতে ইতোমধ্যে যুক্ত হয়েছে দারুণ কিছু নাটক। রোমান্টিক ঘরানাকে সামনে রেখে এই নাটকগুলোতে দেখা মিলবে জীবনমুখী ও পারিবারিক জনরার মেলবন্ধন। দর্শকদের চমক দিতে থ্রিলার ও সিরিয়াস ড্রামার মতো কিছু ভিন্ন পরিবেশনাও রয়েছে। তবে সবকিছুকে ছাপিয়ে নাট্যপ্রেমিদের উদ্দীপনার খোরাক যোগাচ্ছে প্রিয় তারকাদের অভিনয় দেখার আগ্রহ।

চলুন, এবারের ঈদে মুক্তির অপেক্ষায় থাকা শীর্ষ ১০টি নাটকের ব্যাপারে জেনে নেওয়া যাক।

ভুল সবই ভুল

সমূহ যাচাই-বাছাইয়ের পর বিয়ের পরেই শুরু হলো যত বিড়ম্বনা। নব দাম্পত্য জীবনের এমনি খুটিনাটি নানা বিড়ম্বনা নিয়ে হাস্যকৌতুকে ভরপুর নাট্যরঙ্গ ‘ভুল সবই ভুল’। ইমদাদ বাবুর গল্প ও চিত্রনাট্যে এর পরিচালনা করেছেন মাসরিকুল আলম।

শ্রেষ্ঠাংশে রয়েছেন বর্তমান সময়ে ছোট পর্দার প্রথম সারির জনপ্রিয় জুুটি অপূর্ব-সাবিলা নূর। পাশাপাশি বিভিন্ন ভূমিকায় অভিনয় করেছেন মিলি বাশার, সমু চৌধুরী, বাপ্পী আশরাফ, শামীমা নাজনীন, ও সুষমা সরকার।

গোল্লাছুট নিবেদিত নাটকটি সম্প্রচারিত হবে ঈদের ৪র্থ দিন রাত ১০:২০ মিনিটে মাছরাঙা চ্যানেলে। পরবর্তীতে এটি মাছরাঙ্গা ড্রামা ইউটিউব চ্যানেল থেকেও প্রকাশ করা হবে।

কোন এক বসন্ত বিকেল

জিয়াউল ফারুক অপূর্ব ও তাসনিয়া ফারিণ অভিনীত বিশেষ এই নাটকটি পরিচালনা করেছেন সৈয়দ শাকিল। কাজী মিডিয়া লিমিটেড প্রযোজিত নাটকটি রচনায় রয়েছেন রহমান মোস্তাফিজ পাভেল।

শুরুটা স্নিগ্ধ এক সম্পর্কের মাধ্যমে হলেও ধীরে ধীরে হাল্কা হাস্যরসের আঙ্গিকে নাটকে যুক্ত হয় জীবনবোধ। সেই সাথে থাকে দারিদ্র্যের দুর্দশা নিয়ে নিরঙ্কুশ বার্তা।

অপূর্ব-ফারিণ জুটির পাশাপাশি এখানে বিভিন্ন চরিত্রে দেখা যাবে নরেশ ভূঁইয়া, মাসুম বাশার, ও বাশার বাপ্পীকে।

নাটকটি মুক্তি দেওয়া হবে দীপ্ত টিভি ও দীপ্ত নাটক ইউটিউব প্ল্যাটফর্মে।

এক ধ্রুবতারা

প্রণয় ও হাস্যরসে ভরপুর দীপ্ত নেটওয়ার্কের আরও একটি নাটক ‘এক ধ্রুবতারা’, যার শ্রেষ্ঠাংশে আছেন অপূর্ব ও ফারিণ। এই নাটকেরও নির্দেশনায় রয়েছেন সৈয়দ শাকিল।

অন্যান্য সহশিল্পীরা হলেন মিলি বাশার, সাবেরী আলম, সমাপ্তি মাশুক, আলমগীর হোসেন, ও তমাল মাহবুব।

কাজী মিডিয়া লিমিটেড প্রযোজিত নাটকটি দীপ্ত টিভিতে দেখানো হবে ঈদের দিন সন্ধ্যা ৭টায়।

মাকড়সা

রেবেকা সুলতানা কেয়ার গল্পে নির্মিত এই নাটকটি হতে যাচ্ছে এবারের ঈদের এক ভিন্ন পরিবেশনা। নাটকের চিত্রনাট্য ও নির্দেশনায় আছেন রাগিব রাইহান পিয়াল।

কেন্দ্রিয় চরিত্রে রয়েছেন সাবিলা নূর এবং শ্যামল মাওলা। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো একসঙ্গে জুটি হিসেবে কাজ করছেন এই দুই তারকা।

চরিত্রগুলোর মানসিক টানাপোড়েন, গল্পের অপ্রত্যাশিত মোড় আর ক্লাইম্যাক্সের চমক এক নতুন অভিজ্ঞতার সঞ্চার করবে। 

সাসপেন্স ও থ্রিলার গল্প নির্ভর নাটকটি দেখা যাবে দীপ্ত নেটওয়ার্কের টিভি ও ইউটিউব চ্যানেলে।

মেঘবালিকা

ভ্যালেন্টাইন মৌসুমে ‘মন দুয়ারী’র ব্যাপক সাফল্যের ধারাবাহিকতায় এই ঈদে আবারও জুটি বাঁধছেন অপূর্ব ও নাজনীন নাহার নিহা। এই জুটিকে নিয়ে জাকারিয়া সৌখিনের রচনা ও পরিচালনায় আসছে নতুন নাটক ‘মেঘবালিকা’। 

নাটকের প্রধান দুই চরিত্র আবিদ ও নায়লা। আবিদ শুধু নায়লার বড় ভাইয়েরই বন্ধু নয়, তাদের পারিবারিক বন্ধুও। নায়লার বাবা-মা ও ভাই আবিদকে নিজেদের পরিবারের একজন হিসেবে মনে করে। কিন্তু বিড়ম্বনা বাধে যখন নায়লা পাগলের মতো প্রেমে পড়ে যায় আবিদের। আর এই পাগলামী আবিদের সাথে তাদের পারিবারিক সম্পর্ককে ফেলে দেয় হুমকির মুখে।

নাটকের অন্যান্য অভিনয় শিল্পীরা হলেন সমাপ্তি মাশুক, সমু চৌধুরী, এবং মিলি বাশার।

নাটকটি দেখতে হলে চোখ রাখতে হবে ধূপছায়া এন্টারটেইনমেন্টের ইউটিউব প্ল্যাটফর্মে।

অ্যারেঞ্জ ম্যারেজ

তৌসিফ মাহবুব ও নাজনীন নাহার নিহাকে এবার ফ্রেমবন্দি করেছেন নন্দিত নির্মাতা শিহাব শাহীন। তার পরিচালনা ও চিত্রনাট্যে দেখা যাবে অ্যারেঞ্জ ম্যারেজ হওয়া পাত্র-পাত্রীর বিবাহোত্তর সমস্যা। সম্পূর্ণ অপরিচিত দুটি মানুষ সদ্য বিবাহের পর প্রাথমিকভাবে নানা জটিলতার সম্মুখীন হয়। এই মিথস্ক্রিয়াকে উপজীব্য করেই এগিয়ে যাবে কাহিনী।

নাটকে আরও অভিনয় করেছেন আয়েশা লাবণ্য ও মাসুম রিজওয়ান।

সিএমভি (সেন্ট্রাল মিউজিক ভিডিও)-এর ব্যানারে নাটকটি প্রযোজনা ও পরিবেশনা করেছেন এসকে সাহেদ আলী পাপ্পু।

বাজি

মুশফিক আর ফারহান ভক্তদের জন্য এই ঈদুল ফিতরের সেরা বিনোদনটি নিয়ে আসছে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি। এস কে শাহেদ আলী পাপ্পু প্রযোজিত নাটকটির চিত্রনাট্যে রয়েছেন মেজবাহ উদ্দিন সুমন এবং পরিচালনায় তৌফিকুল ইসলাম। নাটকটিতে একাধারে সন্নিবেশ ঘটেছে অ্যাকশন, থ্রিলার, এবং রোমান্স।

গল্পের কেন্দ্রিয় চরিত্র জালাল নামের মফস্বলের এক বাজিকর। বাজি খেলাই যার একমাত্র নেশা ও পেশা। এই বাজি খেলতে যেয়েই ঘটনাক্রমে তার পরিচয় হয় গ্রামের সুন্দরী তরুণী আনিকার সাথে। সেই সাথে বাজিকরের জীবনে শুরু হয় প্রেমের অধ্যায়। কিন্তু বাজির মতোই জীবনের এই খেলাতেও তার সামনে আসে নতুন প্রতিদ্বন্দ্বী।

আনিকার চরিত্রে দেখা যাবে কেয়া পায়েলকে। আর খল নায়ক হিসেবে হাজির হবেন উদীয়মান অভিনেতা মীর রাব্বি। এর মধ্য দিয়ে তিনি প্রথমবারের মতো খল চরিত্রে আবির্ভূত হচ্ছেন।

লাইজু

একদা কাবিলপুর গ্রামে মাইকিং করা হতে থাকে লাইজু নামের একটি মেয়ে নিখোজ সংবাদ। ঠিক মতো কথা বলতে না পারা মেয়েটির একমাত্র অভিভাবক কাবিলপুর বাজারের চিশতী ফকির। হঠাৎ একদিন সহসা ফিরে আসে লাইজু। কিন্তু তার এই আবির্ভাব গ্রামবাসীর মনে ভীতির সঞ্চার করে। কেউ ভূত, কেউ পাগল বলতে শুরু করে। এক পর্যায়ে ঘটনা গড়িয়ে যায় গ্রাম্য রাজনীতি পর্যন্ত।

এমনি কাহিনীর উপর চিত্রনাট্য বানিয়েছেন এ কে পরাগ ও মনিরুল ইসলাম রুবেল। গল্প লেখনী ও নির্দেশনায় রয়েছেন এ কে পরাগ।

নাম ভূমিকায় অভিনয় করেছেন সাদিয়া আয়মান। নাটকের আরও প্রধান দুটি চরিত্রে রয়েছেন মুশফিক আর ফারহান এবং শরাফ আহমেদ জীবন।

এসকে সাহেদ আলী পাপ্পু প্রযোজিত ও পরিবেশিত নাটকটি সম্প্রচারিত হবে সিএমভির ইউটিউব চ্যানেলে।

শেষটা তুমি

সিএমভির আরও একটি নির্মাণ ‘শেষটা তুমি’ একই সাথে প্রেম, ক্রোধ, ও সামাজিকতার গল্প। মাহমুদ মাহিনের চিত্রনাট্য ও পরিচালনায় এর মূল ভূমিকায় অভিনয় করেছেন স্পর্শিয়া।

শ্রেষ্ঠাংশে আরও আছেন মুশফিক ফারহান, মীর রাব্বী, এবং শতাব্দী ওয়াদুদ।

গ্রামের এক মুন্সির যুবতী কন্যাকে নিয়ে বিবাদে জড়িয়ে পড়ে একই গ্রামে একসঙ্গে বেড়ে ওঠা দুই ভাই রাজিব ও রনি। প্রেম নিয়ে এমন জটিলতার উত্তাপে ছেয়ে যায় পুরো গ্রামীণ সমাজ। অথচ তাতে ক্রোধের কোনও ঘাটতি হয় না, যা পুরো পরিস্থিতিকে নিয়ে যেতে থাকে ভয়াবহ বিশৃঙ্খলার দিকে। নাটকটি মুক্তি পাবে সিএমভির ইউটিউব প্ল্যাটফর্মে।

প্রিয় প্রিয়সিনী

ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনী অভিনীত এই নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মাহমুদ মাহিন।

প্রবাসী ইকবাল বিয়ের জন্য ৩ মাসের ছুটি নিয়ে গ্রামে এসেছেন। তার পরিকল্পনা বিয়ের পর আবার বিদেশে ফেরত যাওয়া। কিন্তু গ্রামের কোনও পাত্রী পক্ষই এ বিষয়টি মেনে নিতে রাজি নয়। ইকবালও পিছু হটার পাত্র নয়। কিন্তু তার সকল পরিকল্পনা ভেস্তে যায় শিল্পী নামের এক মেয়েকে দেখার পর।

নাটকের সহ-অভিনয় শিল্পী হিসেবে রয়েছেন শেলী আহসান, মনিরুল ইসলাম, ও মওলা কবির সহ আরও অনেকে।

ইউটিউব দর্শকরা নাটকটি দেখতে পারবেন সিএমভি এন্টারটেইনমেন্ট চ্যানেলে।

পরিশিষ্ট

ঈদুল ফিতর ২০২৫-এর এই ১০টি নাটক বৈচিত্র্যপূর্ণ সব গল্পের এক আকর্ষণীয় সন্নিবেশ। তন্মধ্যে অনবদ্য পরিবেশনার দাবি রাখছে ‘মাকড়সা’, ‘বাজি’, এবং ‘লাইজু’। রোমান্টিকতার আবহে পারিবারিক গল্পের সরব উপস্থাপন থাকবে ‘অ্যারেঞ্জ ম্যারেজ’ এবং ‘মেঘবালিকা’য়। মিষ্টি প্রেমের গল্প নিয়ে একই সারিতে রয়েছে ‘কোন এক বসন্ত বিকেল’ এবং ‘এক ধ্রুবতারা’। গ্রাম্য পটভূমিতে বাস্তব চিত্রের পরিস্ফুটন ঘটবে ‘প্রিয় প্রিয়সিনী’ এবং ‘শেষটা তুমি’তে। তালিকার একমাত্র রোমান্টিক কমেডি হিসেবে থাকছে ‘ভুল সবই ভুল’ নাটকটি।

সব মিলিয়ে চমকপ্রদ বিনোদন নিয়ে নাট্যপ্রেমিদের ঈদ আনন্দের বিরাট সংযোজন হতে চলেছে ছোট পর্দার এই আয়োজন।