অভিনয় ছাড়ার ঘোষণা নিদ্রা নেহার!
ঢালিউডে বর্তমানে সময়ের আলোচিত মুখ নিদ্রা দে নেহা। সম্প্রতি এক স্বাক্ষাৎকারে জানিয়েছিলেন মেগাস্টার শাকিব খানের পরবর্তী সিনেমা তাণ্ডবে দেখা যাবে অভিনেত্রীকে।সুখবর জানানোর এক সপ্তাহের মাথায় হঠাৎ করে অভিনয় ছাড়া ঘোষণা দিলেন। অভিনয় ছাড়ার খবরে হতাশ অভিনেত্রীর অনুসারীরা।
ঢালিউড ইন্ডাস্ট্রিতে সিন্ডিকেটে সমস্যা দিন দিন ব্যাপকতা পাচ্ছে। সিন্ডিকেটের কারণে অনেক অভিনয়শিল্পী যথার্থ মূল্যায়ন পাচ্ছেন না। সামাজিকমাধ্যমে ফ্যান ফলোয়ারের সংখ্যা বিবেচনা করেও নাটক, সিরিজ বা সিনেমায় অভিনয়ের সুযোগ দেওয়া হয়। এ ধরনের অনৈতিকতার অভিযোগ এনে অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন অভিনেত্রী।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি লিখেছেন, ‘আমি সব সময় শিল্প, সংস্কৃতি, অভিনয়—এসবের সঙ্গেই জড়িত থাকতে চেয়েছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, আমার অভিনয়ের প্রতি যে ভালোবাসা ছিল তা প্রতিনিয়ত অন্যায় আর অবমূল্যায়নের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। আমি আর এই নোংরা পরিবেশের অংশ হতে চাই না।’
যা ঘটেছে তা ভুল বোঝাবুঝি, শাকিব প্রসঙ্গে বললেন নিশো
অভিনেত্রী জানান, ইন্ডাস্ট্রিতে মেধা আর পরিশ্রমকে মূল্যায়ন করা হয় না। বরং ফলোয়ার কিংবা সিন্ডিকেটের অংশ হলেই পাওয়া যায় কাজের মূল্যায়ন। পরিশ্রম করলেও সঠিক মূল্যায়ন পাচ্ছেন না জানিয়ে নেহা লেখেন, ‘গত ৫ বছর ধরে নিজেকে একজন ভালো অভিনেত্রী হিসেবে গড়ে তুলতে পরিশ্রম করেছি। কিন্তু যেসব অন্যায় আমার সঙ্গে হয়েছে, তার কারণে এখন কোনো কাজেই নিজেকে সম্পৃক্ত রাখতে পারছি না। এই মিডিয়া ইন্ডাস্ট্রি নিয়ে আমার আগ্রহ দিন দিন কমে যাচ্ছে। এখানে বেশির ভাগ ক্ষেত্রেই মেধা আর পরিশ্রমের সঠিক মূল্য দেওয়া হয় না।
তিনি যোগ করেন, ‘যারা পেশাদার, যোগ্য, নিষ্ঠাবান এবং কাজের প্রতি আন্তরিক, তাদের ঠিকভাবে মূল্যায়ন করা হয় না। শুধু তাদের জনপ্রিয়তা বা ফলোয়ার কম বলে, বা তারা কোনো সিন্ডিকেটের অংশ নয় বলে। কখনো তারা নতুন বলে, কখনো প্রযোজকদের সঙ্গে ভালো সম্পর্ক না থাকার কারণে, তারা চাপা পড়ে যায়। আমি সবসময় মন থেকে কাজ করতে চেয়েছি, সততা আর ভালোবাসা দিয়ে কাজ করেছি। কিন্তু এসব জিনিস এখানে খুব একটা মূল্য পায় না।’
পরিবারের সঙ্গে ইফতারটা খুব মিস করি: তটিনী
সবশেষ তিনি জানান, ‘দিন দিন মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন। এ কারণে হাতে থাকা কাজগুলোর প্রতি মনোযোগ দিতে পারছেন না।’
বলে রাখা ভালো, এবারের ঈদেও অন্তর্জালে মুক্তি পেয়েছে এক গুচ্ছ নাটক। এরমধ্যে উল্লেখ্যযোগ্য, ‘লাভ মি মোর’ , ‘তবুও তোমাকে চাই’। ক্যারিয়ারের শুরুতেই বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন তিনি। এছাড়াও অভিনয় করেছেন জনপ্রিয় নাটক, সিনেমা ও ওয়েব সিনেমায়।