জোভান ও নীহার ‘মেঘের বৃষ্টি'

‘মেঘের বৃষ্টি' নামের প্রেমের গল্পের নাটক আসছে সিএমভির ইউটিউব চ্যানেলে।

এক বিজ্ঞপ্তিতে চ্যানেলের কর্ণধার সাহেদ আলী পাপ্পু জানিয়েছেন, ঈদ উৎসব ঘিরে ১৪টি নাটক মুক্তি পেয়েছে সিএমভির ইউটিউব চ্যানেলে। নাটক থেকে এখনো বেশ সাড়া পাচ্ছেন তারা। ঈদের পর ‘মেঘের বৃষ্টি’ দিয়ে নতুন নাটক মুক্তির প্রক্রিয়া শুরু হচ্ছে।

‘মেঘের বৃষ্টি' নাটকে জুটি বেঁধেছেন ফারহান আহমেদ জোভান ও নাজনীন নীহা।

গল্পে জোভানকে দেখা যাবে আমেরিকা প্রবাসী এক যুবকের চরিত্রে। আর নীহাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পড়ুয়া শিক্ষার্থীর চরিত্রে অভিনয় করেছেন।

নাটকের গল্পে দেখা যাবে, আমেরিকা থেকে দেশে এসে বিয়ে করার পরিকল্পনা করে মেঘ। ছেলেটি চায় তার মায়ের পছন্দ মত বিয়ে করতে।

মায়ের আগে থেকে পছন্দ করে রাখা ঋতু নামের একটি মেয়ের সাথে পরিচিতও হয় মেঘ। কিন্তু দেখা হওয়ার পর ঋতুর সম্পর্কে তিনি আগে যা জেনেছিলেন তার সাথে মিল খুঁজে পান না।

মেঘ আর ঋতুর প্রেমের গল্পই উঠে আসবে নাটকে। এখানে মেঘ চরিত্রে জোভান আর ঋতু চরিত্রে নীহা অভিনয় করেছেন। ইমদাদ বাবুর গল্প ও চিত্রনাট্যে নাটকটি বানিয়েছেন মাসরিকুল আলম।

পরিচালকের কথায়, দুর্দান্ত প্রেমের গল্প তিনি দেখিয়েছে নাটকে। দর্শকরা নাটকটি পছন্দ করবেন বলে প্রত্যাশা তার।