লিগ্যাল নোটিশ পাঠানো আইনজীবীর বিরুদ্ধে মামলা করবেন মারিয়া মিম
দিন কয়েক আগে দেশের শোবিজ তারকাদের অংশগ্রহণে আয়োজন করা হয়েছিল ‘সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫’-এর। এই সেলিব্রিটি ক্রিকেট ট্রফিকে কেন্দ্র করে অশ্লীলতার অভিযোগ এনে ৬ মডেল-অভিনেত্রী ও ৩ নির্মাতাকে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে।
লিগ্যাল নোটিশটি পাঠিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জাকির হোসেন। এবার তার বিরুদ্ধে মামলা করবেন বলে জানালেন অভিযুক্ত ওই ৬ মডেল-অভিনেত্রীর একজন মারিয়া মিম।
তিনি বলেন, ‘সেই আইনজীবী যা করেছে, এতে আমার মানহানি হয়েছে। তাই তার বিরুদ্ধে মানহানির মামলা দেব। বিশেষ করে তার কর্মকাণ্ডের পর পুরোনো ক্লিপগুলো নতুন করে ভাইরাল হয়েছে। এতে করে আমার মানহানি হয়েছে।’
মিম যোগ করেন, ‘অবশ্যই আমি মানহানির মামলা করব। কারণ অশ্লীলতা বলে যে ভিডিওগুলো ছড়িয়েছে সেগুলো ম্যাচ শুরুর আগে ওয়ার্ম আপ মুহূর্ত। যেগুলো কেউ মোবাইলে ধারণ করে ছড়িয়েছে। কিন্তু আইনজীবী যেভাবে কথাগুলো বলেছে সেভাবে আমার মানহানি হয়েছে।’
এ সময় অভিনেতা সিদ্দিকের প্রাক্তন এ স্ত্রী বলেন, ‘প্র্যাকটিসে আমি কি পরে যাবো, সেটা তো আমার চয়েস। যখন মাঠে যাচ্ছি, তখন কিন্তু জার্সি পরেই যাচ্ছি। কিন্তু পারসনালি কোথায় কি পরে যাবো সেটা আমাদের পছন্দ। এখানে অশ্লীলতা ছড়ানোর কি আছে?’
জাকির হোসেনের পাঠানো ওই লিগ্যাল নোটিশে মারিয়া মিম ছাড়াও অভিযুক্ত করা হয় সিনথিয়া ইয়াসমিন, কেয়া পায়েল, মারুফা আক্তার জামান, মডেল শাম্মি ইসলাম নিলা, আলিশা এবং ক্রিকেট লিগের মেন্টর নির্মাতা প্রবীন রহমান চৌধুরী, মেন্টার গিয়াস উদ্দিন সেলিম, মেন্টর তানিম রহমান অংশুকে।