ফুটবলের উন্নয়নে নতুনদের দিকে নজর দিতে হবে: মনজুরুল করিম
বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে অবকাঠামোসহ শিশু ও কিশোর-কিশোরীদের ফুটবলের দিকে নজর দিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে পরিচালক পদপ্রার্থী মনজুরুল করিম। দ্য মিরর এশিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। সাক্ষাৎকার নিয়েছেন মঞ্জুর মোর্সেদ রিকি।
টিএমএ: আওয়ামী লীগ সরকারের দোসররা কি এখনও বাফুফে দখল করে আছে?
মনজুরুল করিম: বাংলাদেশ ফুটবল ফেডারেশন এখন সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের আওতায়। এখন এখানে কোন স্বৈরাচারের দোসর নেই। আগামী ২৬ অক্টোবর নির্বাচনে আশা করি কমিটিতে বড় পরিবর্তন আসবে। কারণ আপনারা জানেন বিগত সরকারের দোসররা দেশত্যাগ করেছেন, অথবা জেলে আছেন। বাফুফের নির্বাচনে পরিবর্তন তো অবশ্যই হবে।
টিএমএ: ২০ বছরে বাংলাদেশের ফুটবলকে কোথায় দেখতে চান?
মনজুরুল করিম: গত চার বছর ঢাকা মোহামেডান ক্লাবের উন্নয়নে কাজ করেছি। আমরা এই ক্লাবের ফুটবলের টেকনিক্যাল কমিটি ছিলাম। বিশেষ করে ফুটবল কমিটির চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীরসহ আমরা একসঙ্গে কাজ করে এই ক্লাবের সাফল্য এনে দিয়েছি। উনি এখন মোহামেডান ক্লাবের পরিচালক। আমরা গত চার বছরে মোহামেডান ক্লাবকে একটা সুন্দর জায়গায় নিয়ে এসেছি। গতবার আমরা তিনটি টুর্নামেন্টের রানারআপ হয়েছিলাম। এর আগের বছর আমরা স্বাধীনতা কাপে চ্যাম্পিয়ন হয়েছি। দেশের ফুটবল লীগে তৃতীয় স্থানে ছিলাম। চার বছর আগে মোহামেডানের অবস্থা করুণ ছিল। সেই অবস্থান থেকে মোহামেডানকে ফিরিয়ে এনেছি। এখন বাচ্চাদের নিয়ে ফুটবলের উন্নয়নে কাজ করি এবং করতে চাই। বিশেষ করে যেটা মালয়েশিয়াতে হয়েছে; অনূর্ধ্ব মস ফুটবল সুপার কাপ সেই দেশের ১২-১৪ বছরের শিশু ও কিশোরদের ফুটবলের উন্নয়ন নিয়ে কাজ করে যাচ্ছে। মালয়েশিয়াতে বছরে দুইটা টুর্নামেন্ট হয়ে থাকে। আমার সেখানে দুইবার যাওয়ার সুযোগ হয়েছিল, সেই দেশের ফুটবলের উন্নয়ন দেখার সুযোগ সেখান থেকেই হয়েছে। কিশোর ফুটবলের নানা ধরনের স্পন্সর রয়েছে সেখানে। তাই বাচ্চাদের নিয়ে দেশের ফটবলের উন্নয়নে আমরা একদিন বিরাট সাফল্য পাব। বিদেশে আমরা দেখি ১০ থেকে ১২ বছরের বাচ্চাদের ট্রেনিং দিয়ে বিভিন্ন বাণিজ্যিক ক্লাবে নিয়ে নেওয়া হয়। আমি পরিচালক হতে পারলে অবশ্যই দেশের ফুটবলের উন্নয়নে কাজ করব।
টিএমএ: সামনের নির্বাচনের পর নতুন কমিটি দেশের ফুটবলের কী ধরনের উন্নয়ন করবে বলে আপনি মনে করেন?
মনজুরুল করিম: এটি সময়ের ব্যাপার। নির্বাচনের পর একটা কমিটি আসবে। আমরা যদি জয়ী হয়ে আসতে পারি আমাদের কর্মই বলে দেবে আমরা কী করতে পারি।
টিএমএ: দেশের ফুটবলের অবকাঠামো উন্নয়নে কোন কোন বিষয়ের দিকে নজর দিতে হবে?
মনজুরুল করিম: আমাদের ফুটবলের অবকাঠামোর উন্নতি করতে হলে বিকেএসপির দিকে আরো নজর দিতে হবে। প্রতিটা বিভাগে বিকেএসপির মতো প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। বাংলাদেশের ফুটবল একাডেমিকে আরো শক্তিশালী করতে হবে। সেজন্য সরকারের একটা বড় ভূমিকা এবং প্রয়োজন আছে বলে আমি মনে করি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অবস্থা এখন আর ভালো নেই। অনেকে বলে এটা এখন কফিনে ঢুকে গেছে। এজন্য এই অবস্থার পরিবর্তনে আমাদের সময় দিতে হবে।