ওয়াশিংটন পোস্টের নির্বাহী সম্পাদকের পদত্যাগ
মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের নির্বাহী সম্পাদকের পদে থাকছেন না সালি বাজবি।
রবিবার (২ জুন) প্রতিষ্ঠানের নতুন প্রকাশক ও প্রধান নির্বাহী উইলিয়াম লুইস এ ঘোষণা দিয়েছেন।
২০২১ সালে ওয়াশিংটন পোস্টের নির্বাহী সম্পাদক হন সালি। তিনি ছিলেন আমেরিকান জনপ্রিয় এ পত্রিকাটির গত ১৫০ বছরের ইতিহাসের প্রথম নারী সম্পাদক।
প্রকাশক ও সিইও উইলিয়াম লুইস চলতি বছরের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর এ পর্যন্ত নেওয়া পদক্ষেপের মধ্যে এটিই সবচেয়ে বড় বলে পত্রিকাটি জানিয়েছে।
লুইস জানিয়েছেন, ওয়াল স্ট্রিট জার্নালের সাবেক প্রধান সম্পাদক ম্যাট মুরে সালির স্থলাভিষিক্ত হচ্ছেন।
তবে সালি কেন পদত্যাগ করছেন সে সম্পর্কে কিছু জানানো হয়নি। তিনি এমন সময় পদত্যাগ করলেন যখন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অতি আসন্ন।