লটারি টিকিটের দাম বাড়ছে
২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে লটারির টিকিটের ওপর ১৫ শতাংশ কর আরোপের প্রস্তাব করা হয়েছে। আগে এই কর ছিল ১০ শতাংশ।
বৃহস্পতিবার জাতীয় সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রস্তাবিত এ বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।
প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী বলেন, ২০২৪-২৫ অর্থবছরে বাজাটে লটারির টিকিট বিক্রয়কারী সেবার ক্ষেত্রে বিদ্যমান মূসক হার ১০ শতাংশের পরিবর্তে ১৫ শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করছি।
২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে সাত লাখ ৯৭ হাজার কোটি টাকা। এবার বাজেটে ঘাটতির পরিমাণ কমছে।