জার্মানিতে আশ্রয়প্রার্থীর সংখ্যা আরও কমেছে
জার্মানিতে আশ্রয়প্রার্থীর সংখ্যা আরো কমে এসেছে৷ ২০২৪ সালের মে মাসে ১৭ হাজার ২৩১টি আবেদন জমা পড়েছে বলে জানিয়েছে দেশটির অভিবাসন সংক্রান্ত কেন্দ্রীয় সংস্থা ফেডারেল অফিস ফর মাইগ্রেশন অ্যান্ড রিফিউজি (বিএএমএফ)৷ খবর ইনফো মাইগ্রেন্টসের।
এ বছরের প্রথম পাঁচ মাসে জার্মানিতে জমা পড়েছে এক লাখ তিন হাজার ৪৬৭টি আশ্রয় আবেদন৷ গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছর সংখ্যাটি কমেছে অন্তত ১৭.৬ ভাগ৷ আর এ বছরের এপ্রিলের সঙ্গে তুলনা করলেও আশ্রয় আবেদন কমেছে ১৬.৭ শতাংশ৷
বিএএমএফ জানিয়েছে, আশ্রয়প্রার্থীদের প্রায় এক তৃতীয়াংশ এসেছেন সিরিয়া থেকে৷ এরপরই আছে আফগানিস্তান ও তুরস্কের নাম৷
মাইগ্রেশন অফিস বলছে, চলতি বছর এ পর্যন্ত এক লাখ ৩১ হাজার ৭০৫ জন আশ্রয়প্রার্থীর আশ্রয় আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ এদের মধ্যে ৪৬.৮ ভাগ আশ্রয়প্রার্থীকে সুরক্ষা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি৷ আর ৪৫ হাজার ৮৯২ জন আশ্রয়প্রার্থীর আবেদন খারিজ করা হয়েছে৷
আশ্রয়প্রার্থীরা নিজেই আশ্রয় আবেদন প্রত্যাহার করে নেয়াসহ অন্যান্য কারণে বাদ পড়েছে ৩৪ হাজার ১৮৩টি আবেদন৷
গত বছর একই সময়ে এক লাখ আট হাজার ৬০৬টি আশ্রয় আবেদন নিষ্পত্তি করেছিল বিএএমএফ৷ সেদিক থেকেও বলা যায়, আশ্রয় আবেদনের উপর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রেও গতি বাড়িয়েছে জার্মানি৷
সম্প্রতি জার্মানির রাজনীতিতে অভিবাসন খুবই সংবেদনশীল ইস্যু হয়ে উঠেছে৷ ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে জার্মানি, ফ্রান্স, অস্ট্রিয়াতে অতি-ডানপন্থিদের উত্থান দেখা গেছে৷
জার্মানিতে রক্ষণশীল সিডিইউ/সিএসইউ সবচেয়ে বেশি ভোট পাচ্ছে৷ চ্যান্সেলর ওলাফ শলৎসের দল এসপিডি রয়েছে তৃতীয় স্থানে৷ আর অতি-ডান হিসাবে পরিচিত এএফডি উঠে এসেছে দ্বিতীয় অবস্থানে৷
চলতি বছরের শেষে জার্মানির প্রধান তিনটি রাজ্যে ভোটের কথা রয়েছে৷ সেখানেও অভিবাসীবিরোধী দলগুলো ভালো ফল করতে পারে বলে শঙ্কা করা হচ্ছে৷
তথ্যসূত্র: ইনফো মাইগ্রেন্টস