চট্টগ্রাম বন্দরে ভারতীয় যুদ্ধ জাহাজ

চট্টগ্রাম বন্দরে ভারতীয় যুদ্ধ জাহাজ 'আরএনএস রণবীর' এসেছে ২৯ জুন। বাংলাদেশ নৌবাহিনীর ১ ও ২ ঘাটিতে জাহাজটি নোঙর করে।

সংশ্লিষ্টরা বলছে, বাংলাদেশে এই যুদ্ধ জাহাজ এক সপ্তাহ অবস্থান করবে। এই সময়ের মধ্যে ভারতের নৌবাহিনী প্রধান এডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠি বাংলাদেশে অবস্থান করবেন। অবস্থানকালে বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন 'সম্পর্ক উন্নয়নমূলক' কর্মকাণ্ড অংশগ্রহণ করবেন।

সূত্রে জানা গেছে, তিনি বাংলাদেশ নৌবাহিনী প্রধানের আমন্ত্রণে এই সফরে এসেছেন।

সফরকালে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকীর সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

উল্লেখ্য যে, ভারতীয় যুদ্ধ জাহাজটি এমন এক সময় বাংলাদেশে এসেছে যখন মিয়ানমারের যুদ্ধ জাহাজ সেন্ট মার্টিন দ্বীপের জলসীমায় অবস্থান করছে এবং ভারতের সঙ্গে বাংলাদেশের ১০টি সমঝোতা স্মারক চুক্তিতে সই হয়েছে।