টেকঅফ করতেই পড়ে গেল বোয়িংয়ের চাকা!

উড়ানের টেকঅফের সময় বোয়িং ৭৫৭-২০০ বিমানের একটি চাকা পড়ে গেল মাটিতে। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রে।

জানা যায়, সোমাবার লস অ্যাঞ্জেলেস বিমানবন্দর থেকে ইউনাইটেড এয়ারলাইন্সের উড়ানটি টেকঅফ করে। বিমানটি আকাশে উড়তেই একটি চাকা মাটিতে এসে আছড়ে পড়ে। সেই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

এ ঘটনায় আশঙ্কা তৈরি হয়, চাকা ছাড়া কীভাবে নিরাপদে সেই বিমানটি নিজের গন্তব্যস্থলে অবতরণ করবে? পরে অবশ্য ইউনাইটেড এয়ারলাইন্স জানায়, সেই বিমানটি নিরাপদে ডেনভার বিমানবন্দে অবতরণ করেছে। সংশ্লিষ্ট উড়ানে থাকা সকল যাত্রী এবং ক্রু সদস্যই অক্ষত আছেন। হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

৮ জুলাই লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডেনভারের উদ্দেশে টেকঅফ করেছিল ইউনাইটেড এয়ারলাইন্সের ১০০১ নং উড়ানটি। আর টেকঅফের পরপরই আকাশ থেকে বিমানের একটি চাকা খসে পড়তে দেখা যায়।

পরে ইউনইটেড এয়ারলাইন্স জানায়, সংশ্লিষ্ট বিমানটি টেকঅফের তিন ঘণ্টা পরে নিরাপদেই ডেনভার বিমানবন্দরে অবতরণ করেছে। এদিকে উড়ান সংস্থার এক মুখপাত্র জানান, বিমান থেকে পড়ে যাওয়া চাকাটি পরে লস অ্যাঞ্জেলেস থেকে উদ্ধার করা হয়েছে।

এদিকে কী কারণে এমন একটি ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয় উড়ান সংস্থার পক্ষ থেকে।

চাকা পড়ে যাওয়ার ভাইরাল ভিডিওতে দেখা যায়, টেকঅফ করার কয়েক মুহূর্ত পরই পিছনের সারির থেকে একটি চাকা পড়ে যায় নীচে। এদিকে বিমানের পিছনে দু'দিকে একাধিক চাকা থাকায় অবতরণের সময় ব্যালেন্সে কোনো সমস্যা হয়নি। তাই বিমানটি নিরাপদে অবতরণ করতে পেরেছিল।

তবে এই ক্ষেত্রে বড়সড় দুর্ঘটনার মুখেও পড়তে পারত বিমানটি। এদিকে সাম্প্রতিককালে বোয়িং ৭৩৭ বিমানের দুই বড় দুর্ঘটনার দায় স্বীকার করেছে বিমান প্রস্তুতকারী সংস্থাটি। সেই দুই দুর্ঘটনায় শতাধিক যাত্রীর মৃত্যু ঘটেছিল। তাদের বিরুদ্ধে ওঠা অপরাধমূলক অভিযোগগুলি মেনে নিয়েছে মার্কিন সংস্থাটি। আর এরই মাঝে ফের বোয়িংয়ের বিমানে এমন সমস্যা দেখা দিল।

এর আগে গত মার্চ মাসে এই একই ধরনের ঘটনা ঘটেছিল। সেবার বিমানটি ছিল বোয়িং ৭৭৭-২০০। সেই বিমানটি স্যান ফ্রান্সিস্কো থেকে টেকঅফ করেছিল জাপানের ওসাকা যাওয়ার উদ্দেশে। পরে সেই উড়ানটির পথ ঘুরিয়ে দেওয়া হয়েছিল। লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে সেই বিমানের জরুরি অবতরণ করানো হয়েছিল। সেই সময় বিমান থেকে চাকা পড়ে গিয়ে স্যান ফ্রান্সিস্কো বিমানবন্দরের পার্কিংয়ে থাকা বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল।