আদালতে লোহার খাঁচা মানবতার প্রতি অপমান: ড. ইউনূস

আদালতে ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি। এএফপি

আদালতে লোহার খাঁচা মানবতার প্রতি অপমান; তাই অবিলম্বে লোহার খাঁচার তৈরি আসামির কাঠগড়া আদালত থেকে তুলে নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

আজ সোমবার ঢাকার জজকোর্ট প্রাঙ্গণে তিনি সাংবাদিকদের বলেন, ‘এটা ভেবে ভালো লাগছে যে আজ আমাদের কাউকে লোহার খাঁচার ভেতর ঢুকতে হয়নি। আমি মনে করি, যত তাড়াতাড়ি সম্ভব আদালত থেকে লোহার খাঁচা তুলে নেওয়া উচিত।’

মানি লন্ডারিং প্রতিরোধ আইনে হওয়া মামলার শুনানিতে অংশ নিতে সোমবার আদালতে যান নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। এদিন তিনিসহ ১৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা ছিল। কিন্তু আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার বিশেষ জজ আদালত-৪ সাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়ে দেন।

আগামী ৫ আগস্ট শুনানির পরবর্তী দিন ঠিক করা হয়েছে। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ড. ইউনূসের আইনজীবী আবদুল্লাহ আল মামুন।

আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইউনূস আরও বলেন, ‘লোহার খাঁচা মানবতার প্রতি অপমান। কেন পশুর মতো একজন মানুষকে খাঁচার ভেতর ভরে রাখবে? এটা সরিয়ে ফেলা উচিত।’

এসময় ন্যায়বিচার পাচ্ছেন না বলেও অভিযোগ করেছেন মুহাম্মদ ইউনূস।