রাজু ভাস্কর্য আগেভাগে দখল করছে ছাত্রলীগ
রাজু ভাস্কর্য আগেভাগে দখলে নেয়ার জন্য মঞ্চ সরঞ্জাম নিয়ে কাজ শুরু করছে ছাত্রলীগ। মঞ্চের পেছনে ছবি টানার কাজ চলছে।
ছাত্র লীগের মঞ্চ তৈরির দায়িত্ব দেয়া হয়েছে রাখীতা নামক প্রতিষ্ঠানকে। এর মালিক সুমন। দুপুর ১.৩০ মিনিটের পর থেকে কাজ শুরু করছে। তিনজন কর্মচারী কাজ করছে।
এদিকে ভোর ৪টার ছাত্রলীগের নেতা কর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি আর রাজু ভাস্কর্য এলাকা ছেড়ে যাওয়ার পর দুপুর সাড়ে ১২ টার দিকে মোটামুটি শান্ত এখানকার পরিবেশ।
দি মিরর এশিয়ার প্রতিনিধি জানান এলাকায় ছাত্র ছাত্রীদের সমাগম না দেখা গেলেও কিছু টিভি চ্যানেলের সাংবাদিকদের দেখা গেছে। টিএসসি আর রমনা পার্কে ঢোকার চা এবং খাবারের দোকানগুলো খোলা ছিল। তবে এই দোকানগুলোতে কোন ভিড় ছিল না।
সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলা সংঘর্ষের মধ্যে বিশ্ববিদ্যালয়ের টিএসসি, রাজু ভাস্কর্য এলাকা দখলে নিয়েছিল ছাত্রলীগ। রাতভর সেখানে ছাত্রলীগের নেতা-কর্মীরা অবস্থান করেন। পরে মঙ্গলবার ভোর ৪টার দিকে তারা টিএসসি এলাকা ছেড়ে যান।
প্রতিনিধি সূত্রে জানা যায়, রাতভর ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি, ঢাবি শাখা, মহানগর উত্তর ও দক্ষিণ এবং অন্যান্য ইউনিটের নেতা-কর্মীরা অবস্থান করছিলেন। রাত ২টার পর থেকে ওই এলাকায় ছাত্রলীগের নেতা-কর্মীদের সংখ্যা কমতে থাকে। সবশেষ, ভোর ৪টায় মহানগর ছাত্রলীগের নেতা-কর্মীরা টিএসসি এলাকা ত্যাগ করলে ওই এলাকা পুরোপুরি খালি হয়ে যায়।
আজ মঙ্গলবার দুপুর দেড়টায় বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
এর আগেই শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ এবং প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও কোটা সংস্কারের দাবিতে মঙ্গলবার বেলা ৩টায় দেশের সব বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।