ঢাকার রাজপথ শিক্ষার্থীদের দখলে
কোটা সংস্কারের আন্দোদোলনে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়েছে স্কুল, কলেজ ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও।
মঙ্গলবার ঢাকা শহরের বিভিন্ন সড়কে তারা অবস্থান নিয়ে আছে। কার্যত ঢাকার রাজপথ আন্দোলনরত শিক্ষার্থীদের দখলে।
সোমবার দিনে ও রাতে ছাত্রলীগের হামলার পর মঙ্গলবার সকাল থেকে ক্যাম্পাস ছেড়ে শিক্ষার্থীরা রাস্তায় বের হয়ে আসে। নটরডেম কলেজের শিক্ষার্থীদের দেখা গেছে শাপলা চত্বরে অবস্থান নিতে।
কোটা সংস্কারের এক দফা দাবিতে বাড্ডায় সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ধানমন্ডিতে সায়েন্স ল্যাব মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এতে দুইদিকের প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা সড়ক রেলপথে অবস্থান নিয়ে আছেন বলেও খবর পাওয়া যাচ্ছ। বিভিন্ন স্থানে ছাত্রলীগ শিক্ষার্থীদের ওপর হামলা করছে এমন খবরও পাওয়া যাচ্ছে। ঝিনাইদহে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
খুলনায় কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে বিএল কলেজ, হাজী মুহাম্মদ মুহসীন কলেজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা এলাকায় অবরোধ করেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের শিক্ষার্থীরা।