শাবিতে অধ্যাপক জাফর ইকবালকে আজীবন নিষিদ্ধ ঘোষণা
অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালসহ কোটা সংস্কার আন্দোলন বিরোধীতাকারী শিক্ষকদের অবাঞ্ছিত ঘোষণা করে ও আজীবন নিষিদ্ধ করেছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনকারীদের শিক্ষার্থীরা।
বিভিন্ন গণমাধ্যমে বুধবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন নিয়ে মুহম্মদ জাফর ইকবালের একটি লিখিত চিঠি প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিলেন শাবিপ্রবির শিক্ষার্থীরা। ওই চিঠিতে জাফর ইকবাল বলেছিলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় আমার বিশ্ববিদ্যালয়, আমার প্রিয় বিশ্ববিদ্যালয়। তবে আমি মনে হয় আর কোনোদিন এই বিশ্ববিদ্যালয়ে যেতে চাইবো না। ছাত্র-ছাত্রীদের দেখলেই মনে হবে, এরাই হয়তো সেই রাজাকার। আর যে কয়দিন বেঁচে আছি, আমি কোনো রাজাকারের মুখ দেখতে চাই না। একটাই তো জীবন। সেই জীবনে আবার কেন নতুন করে রাজাকারদের দেখতে হবে?’
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই চিঠি ছড়িয়ে পড়লে আলোচনা ও সমালোচনা শুরু হয়।