ভিসি চত্ত্বরে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা 

রাজু ভাস্কর্য এলাকায় পুলিশ আগেভাগেই অবস্থান নিয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পরিবর্তে ভিসি চত্ত্বরে জড়ো হতে শুরু করেছেন কোটা বিরোধী শিক্ষার্থীরা। দুপুরের পর তারা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো থেকে ছোটো ছোটো মিছিল নিয়ে ভিসি চত্ত্বরের দিকে আসতে থাকেন শিক্ষার্থীরা।

এদিকে শিক্ষার্থীদের আজকের কর্মসূচীতে বিভিন্ন বিভাগের শিক্ষকদের যোগ দিতে দেখা গেছে। তারা ভিসি চত্ত্বরে সাধারণ শিক্ষার্থীদের পাশে অবস্থান করছেন।

এদিকে, বেলা ৩ টার দিকে রাজু ভাস্কর্যের সামনে সাংবাদিকদের উদ্দেশ্য করে বেশ কয়েকটি ককটেল নিক্ষেপ করা হয়েছে। এর আগে সাধারণ শিক্ষার্থীদের গায়েবানা জানাজা ও কফিন মিছিল কর্মসূচীকে কেন্দ্র করে সকাল থেকেই এই এলাকায় পুলিশ ও বিজিবি নিয়ন্ত্রণে নেয়।

সাংবাদিকরা জানিয়েছেন, রাজু রাজু ভাস্কর্য এলাকায় কোনো সাধারণ শিক্ষার্থী নেই। এবং কোথাও ছাত্রলীগের জমায়েতও চোখে পড়েনি। এই অবস্থায় সেখানে ককটেল বিস্ফোরণের ঘটনা প্রশ্নের জন্ম দিয়েছে। 

সূত্র জানিয়েছে, ক্যাম্পাসের পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে সাউন্ড গ্রেনেডসহ অন্যান্য রসদ জড়ো করছে পুলিশ।