কোনো কিছু হয়ে গেলে আমি দেখতে যাব না: জাবি প্রক্টর
চলমান কোটা বিরোধী আন্দোলনে ছাত্রলীগ ও পুলিশের হামলার পর বুধবার বিকেল ৪টার মধ্যে আবাসিক হল ছাড়তে শিক্ষার্থীদের নির্দেশ দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। এমন পরিস্থিতিতে কোনো ধরনের ঘটনা ঘটলে সেখানে যাবেন না বলে বক্তব্য দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোহাম্মদ আলমগীর কবির।
বুধবার সিন্ডিকেটে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও হল বন্ধের সিদ্ধান্ত হয়। এরপর উপস্থিত কয়েকজন সাংবাদিকের সামনে আলমগীর কবির বলেন, ‘সিন্ডিকেটের সিদ্ধান্ত মেনে নিয়ে শিক্ষার্থীরা বিকাল ৪টার মধ্যে হল ছাড়বে।’
তিনি বলেন, ‘এর আগে কোনো কিছু হয়ে গেলেও আমি ঘটনাস্থলে যাবো না।’
এদিকে, জাবি ক্যাম্পাসে মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। ক্যাম্পাস ঘিরে অবস্থান নিয়েছে কয়েকশ’ পুলিশ। তাদের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদেরও দেখা গেছে।
তবে হল ছাড়ার সিদ্ধান্ত প্রত্যাখান করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তারা বলছেন, দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে।