যুদ্ধাপরাধের বিচারের বেলায় আদালত কোথায় ছিল: আসিফ নজরুল
কোটা সংস্কারের বিষয়কে আদালতের ঘাড়ে চাপিয়ে সরকার সাধারণ শিক্ষার্থীদের দমন করতে চাইছে উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, সরকার এখন আদালতের দোহাই দিচ্ছে। আদালত যখন কাদের মোল্লার যাবজ্জীবন দিল এরপর শাহবাগে দিনের পর দিন আন্দোলন হলো রায় পরিবর্তন হয়ে ফাঁসি হলো। তখন আদালত কোথায় ছিল।
বুধবার (১৭ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া, ডক্টর মুহাম্মদ ইউনূসের বেলায় আদালত কোথায় থাকে। উনাদের বেলায় আদালত এক রকম। আর আমাদের বেলায় আদালত এক রকম তা হয় না।
আসিফ নজরুল বলেন, দেশের সাধারণ মানুষ যখন ভোটের অধিকার নিয়ে কথা বলে, যখনই ভাতের অধিকার নিয়ে কথা বলে তখনই তারা রাজাকার হয়ে যায়। যখনই তারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে তখনই তারা রাজাকার হয়ে যায়। আর তারা নিজেরা মুক্তিযুদ্ধের চেতনাধারী। অথচ এটাই সবচেয়ে বড় রাজাকারি। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাজাকার বলে গালি দেওয়া হয়েছে। তাদেরকে এ ধরণের অপবাদ দিয়ে সরকার জঘন্য অপরাধ করেছে।