জাবি ভিসি দৌড়ে পালালেন

শিক্ষার্থীদের ওপর যখন পুলিশ গুলি করছিল তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম অন্য শিক্ষকদের নিয়ে দৌড়ে পালিয়েছেন।

বুধবার (১৭ জুলাই) সন্ধ্যার দিকে নতুন প্রশাসনিক ভবন থেকে বের হয়ে দৌড় দেন তারা।

এসময় শিক্ষার্থীরা গালিগালাজ ও চিৎকার করেন।

জানা গেছে, প্রায় দুই ঘন্টা সংঘর্ষের পর শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে গেলে উপাচার্য অধ্যাপক ড নূরুল আলমসহ বিভিন্ন হলের প্রধ্যক্ষ প্রশাসনিক কর্মকর্তারা রেজিস্ট্রার ভবন থেকে পালিয়ে যান। উপাচার্য পালিয়ে যাওয়ার সময় শিক্ষার্থীরা উপাচার্যের উদ্দেশে গালিগালাজ করতে থাকেন। উপাচার্য রেজিস্ট্রার ভবন ছেড়ে পালিয়ে যাওয়ার সময়ও পুলিশ শিক্ষার্থীদের ওপর মুহুর্মুহু গুলি করছিল।

বুধবার বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলায় দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন।

এদিন বিকেল ৫টা ১০ মিনিট থেকে সন্ধ্যা সোয়া ৭টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার সংলগ্ন সড়কে পুলিশের ছোড়া গুলি, টিয়ার শেল, ছররা গুলি, সাউন্ড গ্রেনেডের আঘাতে দুই শতাধিক শিক্ষার্থী আহত হন।

শিক্ষার্থীদের ছোড়া ইটপাটকেলে কয়েকজন পুলিশ সদস্যও আহত হন। আহত শিক্ষার্থীদের অধিকাংশকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা দেওয়া দেওয়া হয়েছে। ২৫ জনের মতো গুরুতর আহত হওয়ায় সাভারের বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।