আওয়ামীপন্থী অভিযোগে 'বসুন্ধরা' গ্রুপের মিডিয়ার সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ
দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরার মালিকানাধীন বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, ডেইলি সান, বাংলা নিউজ, নিউজ টোয়েন্টি ফোর টেলিভিশন, টি স্পোর্টস, রেডিও ক্যাপিটালের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলরত শিক্ষার্থীরা।
বুধবার মধ্যরাতে মিডিয়া হাউজের সামনে শতাধিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী 'চাটুকার মিডিয়া' স্লোগানে মোমবাতি হাতে অবস্থান নেয় সেখানে।
শিক্ষার্থীরা স্লোগান দেন, 'মায়ের বুক খালি কেন, চাটুকার মিডিয়া জবাব চাই'। পরিস্থিতি স্বাভাবিক করতে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন বসুন্ধরা গ্রুপের মিডিয়া উপদেষ্টা আবু তৈয়ব।
বসুন্ধরার নিজস্ব বাহিনী দিয়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করা হয়। এ সময় বসুন্ধরা এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ করে রাখা হয় কিছু সময়ের জন্য।